ইসলামাবাদ: বৃহস্পতিবার সারা বিশ্বেই কম বেশি পালিত হয়েছে ইদ। উৎসব উপলক্ষ্যে আনন্দে মেতেছিলেন ইসলাম ধর্মাবলম্বীরা। কিন্তু প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বৃহস্পতিবারে ইদ একেবারেই ভাল কাটেনি। নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন মেয়াদ শেষের আগেই ক্ষমতাচ্যুত হওয়া পাক রাজনীতিক। পাকস্তানবাসীকে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইদে তাঁর ভাল না থাকার কারণও জানিয়েছেন। টুইটার পোস্টে ইমরান খনা লিখেছেন, “এটা আমাদের কাছে সবথেকে যন্ত্রণার ইদ। আমাদের প্রায় ১০ হাজার কর্মী এবং সমর্থক জেলবন্দি রয়েছেন। তাঁদের সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করা হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ সাংবিধানিক অধিকার, তা করায় এই অবস্থা।”
তবে এখানেই শেষ হয়ে যায়নি ইমরানের পোস্টের বক্তব্য। বর্তমান সরকার কী ভাবে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে, তার বিস্তারিত বিবরণও রয়েছে ইমরানের পোস্টে। এ বিষয়ে ইমরান লিখেছেন, “পিটিআই ছাড়তে রাজি না হওয়ায় আমাদের সাহসী নেত্রী ইয়াসমিন রশিদ এবং আলিয়া হামজাকে জেলে ভরে রাখা হয়েছে। আমাদের ১৬ জন কর্মীকে গুলি করে মারা হয়েছে। আরও ৮ জনকেও খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছেয কিন্তু তাঁদের আত্মীয়রা পুলিশের ভয়ে লুকিয়ে থাকায় মৃত্যু নিশ্চিত করা যায়নি। অন্যান্য ৫০ জন গুলিতে আহত হয়েছেন।” এমনকি যে ভাবে প্রতিবাদরত পিটিআই কর্মীদের উপর নিরাপত্তাবাহিনী দমন চালিয়েছে তার প্রতিবাদ এ দিনের পোস্টে করেছেন পিটিআই প্রধান। এবং তাঁর দল এই ‘কালো অধ্যায়’ পার করে ‘আরও শক্তিশালী’ হয়ে ফিরবে আসবে বলেও দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, ইমরান খানের গ্রেফতারি ঘিরে প্রতিবাদের ঢল নেমেছিল গোটা পাকিস্তানে। এ বছর মে মাসে সেই ঘটনায় অশান্তিও হয় সে দেশের বিভিন্ন প্রদেশে। ইমরানের দল পিটিআই-এর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। সে সময় অনেক পিটিআই নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। এমনকি পিটিআই ছাড়তে নেতা-কর্মীদের উপর চাপ সৃষ্টির অভিযোগও ইমরান তোলেন বর্তমান পাক শাসকের বিরুদ্ধে।