ঢাকা: বাংলাদেশি সাংসদ, আনোয়ারুল আজীম আনারের খুনের তদন্তে কলকাতায় এল বাংলাদেশ পুলিশের এক প্রতিনিধি দল। রবিবার (২৬ মে), দুপুরে ঢাকা থেকে বাংলাদেশ পুলিশের ৩ সদস্যের প্রতিনিধি দলটি কলকাতায় পৌছয়। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন বাংলাদেশ গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। হারুন অর রশীদ ছাড়াও, এই তদন্ত কমিটিতে আছেন ওয়ারি বিভাগের ডিসি মহম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।
বাংলাদেশ গোয়েন্দা পুলিশ প্রধান জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন। এই বিষয়ে কলকাতা পুলিশ ও ঢাকা পুলিশের গোয়েন্দারা একেবারে নিশ্চিত। শাহীন বর্তমানে আমেরিকায় আছে বলে অনুমান বাংলাদেশ পুলিশের। হারুন অর রশীদ আরও জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। বাংলাদেশের তদন্ত দলটি কলকাতায় পৌঁছে প্রথমেই ঘটনাস্থলে যাবেন। ইতিমধ্যেই ভারতে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে জিহাদ হাওলাদারকে। তাকেও জিজ্ঞাসাবাদ করবে বাংলাদেশের গোয়েন্দারা।
গত ১২ মে কলকাতায় এসেছিলেন আজিম। ঘনিষ্ঠ এক সোনা ব্যবসায়ীর বাড়িতে উঠেছিলেন। ১৩ মে ওই বাড়ি থেকে বেরিয়ে এক ভাড়া করা গাড়িতে উঠেছিলেন তিনি। তারপর থেকেই পাঁচদিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। সাংসদের মেয়ে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কলকাতায় বরানগর থানাতেও একটি নিখোঁজ ব্যক্তির অভযোগ জানানো হয়েছিল। পরে জানা যায়, নিউটাউনের এক ফ্ল্যাটে পেশাদার খুনিদের দিয়ে তাঁকে খুন করিয়েছে তারই বন্ধু আখতারুজ্জামান শাহীন। খুনের পর, সাংসদের মাংস ছাড়িয়ে কিমা বানানো হয়েছিল। সেই মাংসে, হলুদ গুঁড়োও মাখানো হয়েছিল।