Turbulence: মাঝ আকাশে বিমানে প্রবল ঝাঁকুনি, ১২ জন যাত্রীর সঙ্গে যা হল…

May 26, 2024 | 10:08 PM

Airport: কিছুদিন আগেই সিঙ্গাপুর এয়ারলাইনস বিমান এরকমই এক পরিস্থিতির শিকার হয়। ৭৩ বছর বয়সি এক ব্রিটিশ ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়। ২০ জনকে ইনটেনসিভ কেয়ারে রাখতে হয়। বিমানের যাত্রী থেকে ক্রু মস্তিষ্ক, শিরদাড়ার সমস্যায় পড়েন। এই ঘটনার পর 'সিটবেল্ট' বাঁধার যে নিয়ম তাতে আরও কড়াকড়ির কথাও বলা হয়।

Turbulence: মাঝ আকাশে বিমানে প্রবল ঝাঁকুনি, ১২ জন যাত্রীর সঙ্গে যা হল...
প্রতীকী চিত্র।

Follow Us

ডাবলিন: মাঝ আকাশে বিমানে তীব্র ঝাঁকুনি। আহত হলেন কাতার এয়ারওয়েজের ১২ জন। বিমানবন্দর সূত্রে খবর, রবিবার দোহা থেকে আয়ারল্যান্ডে যাচ্ছিলেন তাঁরা। মাঝ আকাশে টার্বুল্যান্সের কারণে এই ঘটনা ঘটে। যদিও যাত্রীদের নিয়ে নিরাপদেই অবতরণ করে বিমানটি।

ডাবলিন বিমানবন্দর সূত্রে খবর, বিমান কিউআর০১৭ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দুপুর ১টার কিছু আগে নিরাপদে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে খবর, অবতরণের আগে আপদকালীন পরিস্থিতি তৈরি হয়। ৬ জন যাত্রী, ৬ জন ক্রু মিলে মোট ১২ জন আহত হন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সিঙ্গাপুর এয়ারলাইনস বিমান এরকমই এক পরিস্থিতির শিকার হয়। ৭৩ বছর বয়সি এক ব্রিটিশ ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়। ২০ জনকে ইনটেনসিভ কেয়ারে রাখতে হয়। বিমানের যাত্রী থেকে ক্রু মস্তিষ্ক, শিরদাড়ার সমস্যায় পড়েন। এই ঘটনার পর ‘সিটবেল্ট’ বাঁধার যে নিয়ম তাতে আরও কড়াকড়ির কথাও বলা হয়। ২০২১ সালের ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড টার্বুল্যান্স সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করে। সেখানে এ ধরনের দুর্ঘটনাকে ‘মোস্ট কমন টাইপ’ বলে উল্লেখ করা হয়।

Next Article