Mount Everest: মাত্র সাড়ে ১৪ ঘণ্টাতেই কামাল! এভারেস্ট শৃঙ্গ জয় যেন বাঁ হাতের খেল বানিয়ে ফেলেছেন লামা

Prasenjit Chowdhury | Edited By: Soumya Saha

May 26, 2024 | 11:32 PM

Mount Everest: মাত্র ত্রিশ বছর বয়সি ফুঞ্জো বার বার নিজের রেকর্ড নিজেই ভাঙছেন। ২০১৮ সালে বিশ্বের দ্রুততম মহিলা পর্বতারোহী হওয়ার রেকর্ড বানিয়েছিলেন ফুঞ্জো। ৩৯ ঘণ্টা ৬ মিনিটে পোঁছে গিয়েছিলেন এভারেস্টের শিখরে। আর এবার...

Mount Everest: মাত্র সাড়ে ১৪ ঘণ্টাতেই কামাল! এভারেস্ট শৃঙ্গ জয় যেন বাঁ হাতের খেল বানিয়ে ফেলেছেন লামা
এভারেস্ট জয়ে নয়া রেকর্ড ফুঞ্জো লামার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কাঠমান্ডু: বিশ্বের উচ্চতম শৃঙ্গ এভারেস্টের শিখর জয়ে এবার নয়া রেকর্ড লিখলেন ফুঞ্জো লামা। মাত্রা সাড়ে ১৪ ঘণ্টাতেই এভারেস্টের শিখর জয় করেছেন তিনি। এত কম সময়ে এর আগে আর কোনও মহিলা পর্বতারোহীর এভারেস্ট জয়ের কৃতিত্ব নেই। দ্রুততম মহিলা এভারেস্টজয়ী হিসেবে ইতিহাস লিখলেন নেপালের পর্বতারোহী ফুঞ্জো লামা। সাধারণত এভারেস্টের শৃঙ্গ জয় করতে পর্বতারোহীরা কয়েক দিন লাগিয়ে দেন। বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ক্যাম্পে রাত কাটিয়ে উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নিয়ে এভারেস্টের শিখর জয় করেন পর্বতারোহীরা। সেখানে ফুঞ্জো লামা মাত্র ১৪ ঘণ্টা ৩১ মিনিটেই শিখর স্পর্শ করেছেন।

মাত্র ত্রিশ বছর বয়সি ফুঞ্জো বার বার নিজের রেকর্ড নিজেই ভাঙছেন। ২০১৮ সালে বিশ্বের দ্রুততম মহিলা পর্বতারোহী হওয়ার রেকর্ড বানিয়েছিলেন ফুঞ্জো। ৩৯ ঘণ্টা ৬ মিনিটে পোঁছে গিয়েছিলেন এভারেস্টের শিখরে। এরপর ২০২১ সালে প্রায় সাড়ে ২৫ ঘণ্টায় এভারেস্টে চড়েছিলেন নেপালের এই পর্বতারোহী। আর এবার তার থেকে আরও ১১ ঘণ্টা কমিয়ে নতুন রেকর্ড লিখলেন লামা।

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, গত ২২ মে দুপুর ৩টে ৫২ মিনিটে বেস ক্যাম্প থেকে এভারেস্ট আরোহণ শুরু করেছিলেন তিনি। তারপর খুব কম সময়ের মধ্যেই পৌঁছে যান শিখরে। তখন ঘড়িতে সময় ২৩ মে সকাল ৬টা ২৩ মিনিট।

Next Article