Cyclone Remal in Bangladesh: ভাঙল বাঁধ, ১১ ঘণ্টা ধরে অন্ধকারে যশোর, বাংলাদেশে রেমলের তাণ্ডবে মৃত ৩

ঈপ্সা চ্যাটার্জী |

May 27, 2024 | 12:56 PM

Cyclone Remal in Bangladesh: মধ্যরাতে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। রাতভর বৃষ্টিতে বরগুনার আমতলীতে বাঁধ ভেঙে যায়।  বাংলাদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

Cyclone Remal in Bangladesh: ভাঙল বাঁধ, ১১ ঘণ্টা ধরে অন্ধকারে যশোর, বাংলাদেশে রেমলের তাণ্ডবে মৃত ৩
রেমালের দাপট।
Image Credit source: PTI

Follow Us

ঢাকা: তছনছ নদী বাঁধ, হু হু করে ঢুকছে জল। বাংলাদেশে রেমালের ভয়ঙ্কর তাণ্ডব। পশ্চিমবঙ্গের থেকেও ঘূর্ণিঝড়ের বেশি দাপট দেখা গেল বাংলাদেশে। ঝড়বৃষ্টিতে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে সোমবার সকালে প্রবল ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘণ্টাখানেকের মধ্য়ে তা আরও শক্তি হারিয়ে, সাধারণ নিম্নচাপে পরিণত হবে।

রবিবারই মধ্যরাতে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। রাতভর বৃষ্টিতে বরগুনার আমতলীতে বাঁধ ভেঙে যায়।  বাংলাদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

ঘূর্ণিঝড়ের আগেই সাতক্ষীরার শ্যামনগরে ত্রাণশিবিরে যাওয়ার পথে পড়ে গিয়ে মৃত্যু হয় শওকাত মোড়ল (৬৫) নামক এক ব্যক্তির। অন্যদিকে, পটুয়াখালীতে জোয়ারের জলে ভেসে গিয়ে মৃত্যু হয় শরীফুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তির।

জানা গিয়েছে, ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। শক্তি হারিয়ে এটি প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। আর ঘণ্টাখানেকের মধ্যে  এটি নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়টির প্রভাব শেষ হতে আরও পাঁচ থেকে ছয় ঘণ্টা লাগতে পারে।

Next Article