Muhammad Yunus: বাংলাদেশের প্রধান হবেন, জানতেনই না ইউনূস! কে অফার দিয়েছিল তাঁকে, এত দিনে বেরিয়ে এল সত্যিটা
Bangladesh: প্রস্তাব ফেরাতে না পেরে ইউনূস বলেন, "তোমরা রাজপথে জীবন দিয়েছ। তোমরা এসব করতে পেরেছো যখন, ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমার কিছু করা উচিত। এটাই সেই সময়। সরকারের সংস্কার করতে আমি রাজি।"

ঢাকা: বাংলাদেশ পরিচালনার দায়িত্ব এখন তাঁর কাঁধে। রয়েছে দেশ সংস্কারের দায়িত্ব। এদিকে, তিনি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন, তা নাকি জানতেনই না। এমনটাই দাবি মহম্মদ ইউনূসের। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের পডকাস্টে তিনি জানান, ২০২৪ সালের অগস্ট মাসে বাংলাদেশ যখন উত্তাল, তখন তিনি প্যারিসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দাভোসে ইকোনমিক ফোরামের অনুষ্ঠানের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস বলেন, “আমার একটা ছোট অস্ত্রোপচার হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম আমি, সেই সময় আন্দোলনরত ছাত্রনেতাদের ফোন আসে। আমায় বলা হয়, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন। আমাদের সরকার গঠনে সাহায্য করুন। আপনাকে নতুন বাংলাদেশ সরকারের প্রধান হতে হবে।”
ইউনূস জানান তিনি প্রথমে এই প্রস্তাবে না করেছিলেন। বলেছিলেন, “আমি যোগ্য ব্যক্তি নই। আমি এই বিষয়ে কিছু জানিনা, এর মধ্যে যুক্ত হতেও চাই না। ওরা জোর করে। আমি বলেছিলাম যে বাংলাদেশে অনেক ভাল নেতা রয়েছে। তাঁদের কাউকে বেছে নিতে। ওরা জোর করায় বলেছিলাম, অন্তত ২৪ ঘণ্টা চেষ্টা করো। কাউকে না পেলে আমায় ফোন করো।”
এরপর ইউনূসের কাছে ফের ফোন আসে। তাঁকেই ফের বাংলাদেশের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। ইউনূস তাদের প্রস্তাব ফেরাতে না পেরে বলেন, “তোমরা রাজপথে জীবন দিয়েছ। তোমরা এসব করতে পেরেছো যখন, ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমার কিছু করা উচিত। এটাই সেই সময়। সরকারের সংস্কার করতে আমি রাজি।”
পডকাস্টে তিনি আরও জানান, এই ফোনকলের দুই ঘণ্টা পরেই হাসপাতালের এক নার্স তাঁর জন্য ফুলের তোড়া নিয়ে আসেন। ফুল কীসের জন্য জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন, “আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা জানতাম না”। মহম্মদ ইউনূস অবাক হয়ে জানতে চেয়েছিলেন, কীভাবে তারা জানলেন? ওই নার্স জানিয়েছিলেন, টিভিতে খবর সম্প্রচার হচ্ছে তাঁর নামে। ইউনূস হেসে বলেছিলেন, “আপনার থেকেই জানলাম আমি।”





