ওয়াশিংটন: দিন পেরলেই ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান। আগামিকাল মার্কিন মসনদের দায়িত্ব পেতে চলেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আর তার আগেই ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের সাক্ষী থাকতে সে দেশে পৌঁছে গেলেন ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানী ও তাঁর স্ত্রী নীতা অম্বানী।
আগামিকাল অর্থাৎ ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথগ্রহণ করবেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ক্যাপিটাল ভবনের অন্দরে বসবে সেই শপথগ্রহণ অনুষ্ঠান। প্রতি বছর সাধারণ ভাবে ক্যাপিটাল ভবনের বাইরে আয়োজিত হয় এই অনুষ্ঠান। কিন্তু, চলতি বছর অতিরিক্ত ঠান্ডা ও শৈত্যপ্রবাহের কারণে আপাতত ভবনের ভিতরেই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। জানা গিয়েছে, সোমবার শপথগ্রহণের পর একটি নৈশভোজেরও আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, এবার সেই শপথগ্রহণ অনুষ্ঠানেই বাকি বিশেষভাবে নিমন্ত্রিত ব্যক্তিদের সঙ্গে পা মিলিয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানী ও তাঁর স্ত্রী নীতা অম্বানী। তবে অনুষ্ঠানের এক রাত আগেই তাঁরা পৌঁছে গিয়েছে সেই দেশে। আগেভাগে আলাপও সেরে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।
এদিন আমেরিকায় পৌঁছেই ট্রাম্পের একটি ব্যক্তিগত অনুষ্ঠানেও যোগ দেন অম্বানী দম্পতি। সদ্য নির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছাও জানান তারা। পাশাপাশি, সদ্য নির্বাচিত প্রেসিডেন্টের কাছে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার আর্জি করেন তাঁরা।
প্রসঙ্গত, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে কাড়ি কাড়ি টাকা ঢেলেছে সেদেশের শিল্পপতি ও উদ্যোগপতিরা। ইতিমধ্যে সেই অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে রাজধানী তথা গোটা দেশ। অনুষ্ঠানের সাক্ষী থাকতে বিশ্বের নানা দেশ থেকে আসছেন তাবড় তাবড় ব্যক্তিত্বরাও। আর এত সব জাঁকজমকের জন্য বিরাট বাজেট তৈরি করেছে ট্রাম্পের উদ্বোধনী কমিটি। যার কার্যত খরচ মেটাচ্ছে শিল্পপতিরা। একটি সমীক্ষা অনুযায়ী, এখনও অবধি দেশের ছোট-বড় কোম্পানির আর্থিক সাহায্য মাধ্যমেই ১৭০ মিলিয়ন মার্কিন ডলার তুলে ফেলেছে উদ্বোধনী কমিটি। যা ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড।