Modi in Russia: মোদী পৌঁছতেই ইউরোপের সবথেকে উঁচু টাওয়ার সেজে উঠল তেরঙায়

Jul 09, 2024 | 8:44 AM

Modi in Russia: রাশিয়ার মাটিতে পা দেওয়ার পর এক্স হ্যান্ডেলে সেই খবর জানান প্রধানমন্ত্রী নিজেই। তিনি উল্লেখ করেন, রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও পোক্ত হবে ভারতের। বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতার বার্তা দেবে, সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছে মোদীর কথায়।

Modi in Russia: মোদী পৌঁছতেই ইউরোপের সবথেকে উঁচু টাওয়ার সেজে উঠল তেরঙায়
রাশিয়ায় তেরঙা

Follow Us

মস্কো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ায় পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানাতে তেরঙা আলো জ্বলে উঠল ইউরোপের সবথেকে উঁচু টাওয়ার ‘অসটাকিনো’-তে। সোমবারই ওই দৃশ্য দেখা যায় রাশিয়ায়। ওই টাওয়ারের উচ্চতা ১,৭৭১ ফুট, যা বিশ্বের চতুর্থ দীর্ঘতম ও ইউরোপের দীর্ঘতম।

সোমবার মোদী পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রথম উপ প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরোভ। মোদীকে গার্ড অব অনার দেওয়া হয় মস্কো বিমানবন্দরে।

রাশিয়ার মাটিতে পা দেওয়ার পর এক্স হ্যান্ডেলে সেই খবর জানান প্রধানমন্ত্রী নিজেই। তিনি উল্লেখ করেন, রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও পোক্ত হবে ভারতের। বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতার বার্তা দেবে, সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছে মোদীর কথায়। রাশিয়া ও অস্ট্রিয়ায় দু’দিনের সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী।

পাঁচ বছর পর রাশিয়া সফরে গেলেন মোদী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর, এটাই তাঁর প্রথম সফর। এই সফর থেকে ভারত-রাশিয়ার সম্পর্কের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝিয়ে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ।

Next Article