নয়া দিল্লি: যুদ্ধক্ষেত্রে কোনও সমস্যারই সমাধান হয় না। রাশিয়ায় গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মস্কোতে পুতিনের বাসভবনে নৈশভোজে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। সেখানে আলোচনা চলাকালীনই উঠে এসেছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ। আর তখনই মোদী ইউক্রেনের সঙ্গে আলোচনায় সমাধান খোঁজার আবেদন জানান পুতিনের কাছে। বর্তমানে দু দিনের সফরে রাশিয়ায় রয়েছেন নরেন্দ্র মোদী।
তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন পুতিন। সূত্রের খবর, পুতিন উল্লেখ করেছেন মোদীর নেতৃত্বে ভারত কতটা এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। সূত্রের খবর, ডিনার টেবিলে মোদী পুতিনকে বলেন, ‘রাষ্ট্রসঙ্ঘের নীতিকে সম্মান জানানো উচিত। যুদ্ধক্ষেত্রে কোনও সমস্যার সমাধান হয় না। কূটনীতি ও আলোচনাই পথ দেখাবে।’
এছাড়া বিদেশ ভ্রমণের নামে যে সব ভারতীয়দের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তাঁদের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি পুতিনকে জানিয়েছেন, কীভাবে ভারতীয়দের প্রতারণা করে রাশিয়ার আর্মিতে যোগ করানো হয়েছে। এই ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে থাকার কথা বলেছেন পুতিন।
সোমবার সন্ধ্যায় রাশিয়ায় পৌঁছেছেন মোদী। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটাই মোদীর প্রথম সফর। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ডেনিস মান্তরুভ। ২২ তম ইন্ডিয়া-রাশিয়া সামিটে অংশ নেন তিনি। উল্লেখ্য, সোমবারই ইউক্রেনে মিসাইল হানায় মৃত্যু হয়েছে অন্তত ৩৭ জনের। রাজধানী কিয়েভের সবথেকে বড় শিশু হাসপাতালকে নিশানা করে রাশিয়ার মিসাইল হানা হয় বলে জানা গিয়েছে। ৩৭ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ১৭০ জন।