মার্কিন স্পেস এজেন্সি NASA-র পারসিভরেন্স রোভর (Perseverance rover) মঙ্গল গ্রহে (Mars Planet) কার্বনিক অণু খুঁজে পেয়েছে। বৈজ্ঞানিকরা এই বিষয়ে তদন্ত করছেন যে এই গ্রহে প্রাণ আছে কি নেই। নাসা জানিয়েছে এই রোভার জেজেরো ক্রেটারের কাছে জানতে খুঁজে পেয়েছে যে এখানে দীর্ঘ সময় পর্যন্ত জল মজুত থেকে থাকবে।
মঙ্গল গ্রহে কবে থেকে জল মজুত ছিল তা বুঝতে পারলে এই গ্রহে এলিয়েনের জীবনের (Alien Life) অস্তিত্ব খুঁজতে সাহায্য পাওয়া যাবে। কিন্তু শুধুমাত্র কার্বনিক পদার্থ খোঁজার মানে এটা নয় যে মঙ্গলে প্রাণ রয়েছে। কার্বনিক অণু জৈবিক আর অজৈবিক দুই সিস্টিমেই তৈরি হতে পারে। এই অবস্থায় এখন এই অণু সন্ধানের খোঁজ বজায় থাকতে চলেছে।
রোভারের SHERLOC (স্ক্যানিং হ্যাবিটেবল এনভায়ার্নমেন্ট উইথ রমণ অ্যান্ড লুমিনেসেন্স ফর অর্গানিক্স অ্যান্ড ক্যামিকেলস) উপকরণ কার্বনিক পদার্থকে পাথরের ভেতর তো সন্ধান করেই, সেই সঙ্গে ধুলোতেই এই কার্বনিক অনুকে খুঁজে বের করতে সক্ষম। SHERLOC এর মাধ্যমেই মঙ্গলে কার্বনিক অণু খুঁজে পাওয়া গিয়েছে।
SHERLOC এর প্রধান তদন্তকারী লুথার বিগল বলেছেন, কিউরোসিটি রোভারও গেল ক্রেটের কাছে কার্বনিক অণুর উপস্থিতি পেয়েছিল। কিন্তু SHERLOC এর মাধ্যমে এটা জানা যায় যে পাথরের ভেতর কার্বনিক অণুর উপস্থিতি রয়েছে কি না আর সেই কার্বনিক অণুগুলির সেখানে পাওয়া খনিজ পদার্থের কী সম্পর্ক রয়েছে। এতে ফলে আমাদের জলবায়ু বুঝতে সাহায্য হয়।
আরও বেশি অধ্যায়নের জন্য কার্বনিক অণুদের নমুনা আবারও পৃথিবীতে পাঠানো হবে। পরসিভরেন্স রোভার এটাও সন্ধান করেছে যে মঙ্গল গ্রহে জলের উপস্থিতি ছিল, কারণ মঙ্গলের পৃষ্ঠতল লাল গরম ম্যাগমা দ্বারা নির্মিত হয়েছিল।
আরও পড়ুন: নিকুচি করেছে আধুনিকতা! স্বেচ্ছায় অন্ধকারে থাকতে ভালবাসেন ওঁরা