আঙ্কারা: কনকনে ঠাণ্ডা, বিদ্যুৎ-বিপর্যয় সহ হাজারো প্রতিকূলতার মধ্যেও ধ্বংসস্তূপের নীচে প্রাণের হদিশ পেল NDRF। তুরস্কের ভূকম্প বিধ্বস্ত গাজিয়ানটেপের নুরদাগি এলাকায় ধ্বংসস্তূপের নীচে থেকে ৬ বছরের শিশুকে উদ্ধার করল ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। কাপড়ে জড়ানো শিশুটিকে উদ্ধার করার মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে খবরটি জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে, কোন পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা কাজ করছেন, তা উল্লেখ করেছেন NDRF-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মহসিন সাহেব।
২৪ ঘন্টার মধ্যে পাঁচবার ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক ও রাশিয়ার সীমান্ত। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। কিন্তু তারপরেও রেহাই নেই। সোমবার প্রথম ভূমিকম্প হওয়ার তিনদিন পর, বৃহস্পতিবারও আফটার শকে বারে বারে কেঁপে উঠেছে তুরস্ক-সিরিয়া সীমান্ত। ইতিমধ্যে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় গিয়ে উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। NDRF-এর সদস্যরা সেই আফটার শক অনুভব করেছেন। এর সঙ্গে নয়া সংযোজন হয়েছে, বিদ্যুৎ বিপর্যয় এবং অতিরিক্ত ঠান্ডা।
NDRF-এর ইন্সপেক্টর জেনারেল মহসিন সাহেব বলেন, “তাপমাত্রা প্রায় জিরো ডিগ্রির কাছাকাছি। বিদ্যুৎ নেই। এই পরিস্থিতিতে উদ্ধারকাজ যথেষ্ট কঠিন। আমাদের টিমের সদস্যরা বেশ কয়েকবার আফটার শক অনুভব করেছেন। খোলা আকাশের নীচে তাঁবু কাটিয়ে ক্যাম্প করে রয়েছেন তাঁরা। তবু উদ্ধারকাজে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।”
এদিকে, বিদ্যুৎ না থাকার জন্য মোবাইলে চার্জ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে যোগাযোগে সমস্যা হচ্ছে। এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে NDRF-এর সদস্যদের কাছে। তবে কয়েক দিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশাবাদী NDRF-এর DIG। তিনি বলেন, “এটা একটা বড় বিপর্যয়। মৃতদেহের ধ্বংসস্তূপ করে রয়েছে তার মধ্য থেকে প্রাণ খুঁজে বের করার চেষ্টা চলছে।”
Standing with Türkiye in this natural calamity. India’s @NDRFHQ is carrying out rescue and relief operations at ground zero.
Team IND-11 successfully retrieved a 6 years old girl from Nurdagi, Gaziantep today. #OperationDost pic.twitter.com/Mf2ODywxEa
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) February 9, 2023
ভূকম্প-বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় উদ্ধারকাজের জন্য ভারত ছাড়াও ইতিমধ্যে উদ্ধারকারী দল পাঠিয়েছে রাষ্ট্রপুঞ্জ। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিপেয়ার প্লেস এন্ড ডিসপেন্স। আন্তর্জাতিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে ইতিমধ্য ে। তাদের সঙ্গে সহযোগিতা করে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন NDRF-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল।
তুরস্ক ও সিরিয়া সীমান্তে প্রথম জোরাল ভূমিকম্পটি হয় সোমবার ভোরে। তারপর থেকে ২৪ ঘণ্টার মধ্যে পরপর পাঁচবার জোরাল ভূমিকম্পের কেঁপে ওঠে মধ্য প্রাচ্যের এই দুটি দেশ। এখনও পর্যন্ত আফটার শক অনুভূত হচ্ছে। এই ভয়াবহ ভূমিকম্পে প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। ইতিমধ্যে NDRF-এর সদস্যরা ভূ-কম্প বিধ্বস্ত সিরিয়া সীমান্তে পৌঁছেছে বলে বৃহস্পতিবার টুইট করে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর। টুইটারে তিনি জানিয়েছেন, তুরস্ক ও সিরিয়া সীমান্তে ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। NDRF-এর উদ্ধারকারী দলের পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ ও চিকিৎসা সামগ্রীও পাঠানো হয়েছে বলে সংসদে জানিয়েছেন তিনি।