Covid Death Report: চিনে ৩৫ দিনে করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৬০ হাজারের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 15, 2023 | 12:31 AM

গত ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৯৩৮ জনের। মৃতদের মধ্যে ৯০ শতাংশের বয়স ৬৫ ঊর্ধ্ব।

Covid Death Report: চিনে ৩৫ দিনে করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৬০ হাজারের
করোনায় মৃত্যু-মিছিল! প্রতীকি ছবি।

Follow Us

বেজিং: করোনা-আশঙ্কা উড়িয়ে যখন নতুন বছরকে স্বাগত জানাচ্ছে গোটা বিশ্ব, সেই সময় চিনে করোনায় মৃত্যুর সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। মাত্র ৩৫ দিনে চিনে করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৬০ হাজার মানুষের। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ করেছে চিন সরকার। এটাই চিনের সাম্প্রতিক করোনা ঢেউয়ে মৃত্যুর পরিসংখ্যান।

চিন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৯৩৮ জনের। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের অধীনস্থ বোরো অফ মেডিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান জিয়াউ ইয়াহুই এই পরিসংখ্যান দিয়েছেন। তবে এই পরিসংখ্যান কেবল স্বাস্থ্য দফতরের নথিভুক্ত পরিসংখ্যান। এর বাইরে আরও অনেকের করোনায় মৃত্যু হয়েছে, যা স্বাস্থ্য দফতরে নথিভুক্ত হয়নি। সুতরাং ৩৫ দিনে চিনে করোবনায় মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

চিনের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, করোনা আক্রান্ত হওয়ার ফলে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগে মৃত্যু হয়েছে ৫ হাজার ৫০৩ জনের। করোনার সঙ্গে অন্য কোনও রোগের সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৪ হাজার ৪৩৫ জনের। তবে মৃতদের মধ্যে অধিকাংশের বয়স ৮০ বছরের উপরে এবং ৯০ শতাংশের বয়স ৬৫ ঊর্ধ্ব। অর্থাৎ বয়স্ক ব্যক্তিরাই করোনার সঙ্গে লড়াইয়ে ব্যর্থ হয়েছে বলে বেজিংয়ের রিপোর্টে প্রকাশিত।

প্রসঙ্গত,২০১৯ সালের শেষের দিকে চিনেই প্রথম করোনা সংক্রমণের খবর প্রকাশ্যে আসে। এরপর ধীরে ধীরে করোনাভাইরাসে আক্রান্ত হয় গোটা বিশ্ব। একেবারে মহামারী হয়ে ছড়িয়ে পড়ে করোনা। তারপর কোভিডের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ভ্যাকসিন নিয়ে ধীরে ধীরে গোটা বিশ্বে সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও গত বছরের শেষে পুনরায় করোনাভাইরাসের জেরবার হয়ে পড়ে চিন। সংক্রমণ মোকাবিলায় প্রথমবারের মতো শূন্য কোভিড নীতি চালু করে শি জিনপিংয়ের সরকার। কিন্তু দেশের নাগরিকদের একাংশ সেই নীতির তীব্র বিরোধিতা করে। ফলে ওই নীতি প্রত্যাহার করে নেয় বেজিং। যার জেরে ফের চিনে মারাত্মক আকার নেয় কোভিড মহামারী।

Next Article