নেপাল: নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক দেশের সংশোধিত রাজনৈতিক মানচিত্র আঁকা ১০০ টাকার নতুন নোট ছাপানোর জন্য একটি চিনা সংস্থাকে বেছে নিয়েছে। নেপালের মন্ত্রিসভা সম্প্রতি ১০০ টাকার নোটের ডিজাইনে পরিবর্তনের অনুমোদন দিয়েছে। এতে তিনটি এলাকা লিম্পিয়াধুরা, লিপুলেখ এবং কালাপানিকে নেপালের অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই অঞ্চলগুলি দীর্ঘদিন ধরে ভারতের অংশ ছিল।
২০২০-র ১৮ জুন নতুন রাজনৈতিক মানচিত্র নেপালি সংবিধানে সংশোধন করে অনুমোদন দেওয়া হয়েছে। লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরাকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে। ভারত ইতিমধ্যেই নেপালের ভূখণ্ডের এই দাবিকে অস্থিতিশীল বলে অভিহিত করেছে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পশ্চিম নেপালের সীমান্তে অবস্থিত লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা ভারতেরই অংশ।
জানা গিয়েছে, চিনের ‘ব্যাঙ্ক নোট প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন’ সংস্থাকে এই চুক্তি দিয়েছে। ১০০ টাকার ৩০ কোটি নোট ডিজাইন, মুদ্রণ, সরবরাহ এবং বিতরণ করার জন্য বরাত দিয়েছে। খরচ হবে প্রায় ৮৯.৯ লক্ষ মার্কিন ডলার। তবে নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের মুখপাত্রের কাছ থেকে এই সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।
এই ইস্যুতে ভারত ও নেপালের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দুই দেশের সুসম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ।