Nepal Vote: নেপালে ভোট পড়ল ৬১ শতাংশ, হিংসায় মৃত ১

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 21, 2022 | 1:31 PM

Nepal Election Update: নেপাল সংসদের ২৭৫টি আসনের জন্য ৭টি প্রদেশের ৫৫০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ১৮ মিলিয়ন ভোটারের হাতে এদিন তাঁদের ভাগ্যপরীক্ষা।

Nepal Vote: নেপালে ভোট পড়ল ৬১ শতাংশ, হিংসায় মৃত ১
সকাল থেকেই মতদান করছেন নেপালের আমজনতা

Follow Us

কাঠমাণ্ডু: অস্থির রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে রবিবার (২০ নভেম্বর) ভোটগ্রহণ হচ্ছে নেপালে। বর্তমানে শাসকদল নেপালি কংগ্রেস পার্টিই জয়ী হবে বলে আশা করা হচ্ছে। তবে, বিরোধী পক্ষ এবারের নির্বাচনে অধিকাংশ তরুণ প্রার্থী দিয়েছে। তাদের দাবি, বর্তমান যে অস্থির রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে হিমালয়ের কোলের এই দেশে, তাতে তরুণ প্রজন্মকেই দায়িত্ব দেবে নেপালবাসী। অভিজ্ঞতা না তারুণ্য – কাকে বেছে নেবে নেপাল?

  1. বিক্ষিপ্তভাবে হিংসারও সাক্ষী হয়েছে এবারের নির্বাচন। বিভিন্ন জায়গায় হিংসা কারণে ভোট প্রক্রিয়া স্থগিত হয়েছে। একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
  2. গত দুই নির্বাচনের তুলনায় যথেষ্ট কম ভোট পড়েছে এবার। ২০১৩ সালে ভোট পড়েছিল ৭৭ শতাংশ, ২০১৭-তে ৭৮ শতাংশ।
  3. নেপালে ভোট পড়ল ৬১ শতাংশ। তবে গোটা দেশ থেকে সব তথ্য আসার পর, মতদানের হার আরেকটু বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
  4. আগামী ৮ দিনের মধ্যে সমস্ত ফল স্পষ্ট হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার।
  5. ব্যালট বাক্সগুলি সংগ্রহের পর, প্রায় এক ঘন্টার জন্য সমস্ত দলকে নিয়ে বৈঠক করা হবে। তারপর শুরু হবে গণনা।
  6. মুখ্য নির্বাচন কমিশনার দীনেশ থাপালিয়া বলেছেন, সন্ধ্যা ৭টার মধ্যে ভোট গণনা কেন্দ্রগুলি থেকে সমস্ত ব্যালট বাক্সগুলি সংগ্রহ করা হবে।
  7. এদিন রাত ৯টা থেকেই ভোটগণনা শুরু করা হবে।
  8. ভোটাধিকারপ্রাপ্ত সমস্ত জনগণকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নেপালের মুখ্য নির্বাচন কমিশনার দীনেশ থাপালিয়া।
  9. রবিবার নেপালে কর্মদিবনস হলেও ভোটের জন্য এদিন ছুটি ঘোষণা করা হয়েছে।
  10. এদিন সকাল থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে এবং চলবে বিকাল ৫টা পর্যন্ত।
  11. দেশ পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা বিশেষ জরুরি এবং ভোটাররা অভিজ্ঞ রাজনীতিকদেরই নির্বাচিত করবেন বলে দাবি নেপাল কংগ্রেসের।
  12. প্রায় ১কোটি ৮০ লক্ষ ভোটারের হাতে এদিন তাঁদের ভাগ্যপরীক্ষা।
  13. প্রসঙ্গত, করোনার সময় থেকেই নেপালে অর্থনৈতিক পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অমারির আগে জিডিপি ছিল ৪ শতাংশ। বর্তমানে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৮ শতাংশ। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার ক্রমহ্রাসমান দেশকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।
  14. বিরোধী দলের অধিকাংশ প্রার্থী একেবারে তরুণ। বর্তমান অস্থির রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন সরকার গঠনের ক্ষেত্রে নেপালবাসী তরুণ প্রজন্মকেই বেছে নেবে বলে আশাবাদী বিরোধীরা।
  15. নেপালের বিদায়ী প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা পরিচালিত নেপালি কংগ্রেস পার্টির সঙ্গে এবারের ভোটে জোট করেছে নেপাল কমিউনিস্ট ইউনিফাইড মার্কিস্ট লেনিনিস্ট (ইউএমএল) পার্টি।
  16. এবারের ভোটে নেপাল সংসদের ২৭৫টি আসনের জন্য ৭টি প্রদেশের ৫৫০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
  17. নতুন সরকার গঠনের জন্য রবিবার সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন নেপালের আমজনতা।
Next Article