নিউ ইয়র্ক: ভারতের অন্যতম বড় উৎসব হল, আলোর উৎসব দীপাবলি (Diwali)। দেশজুড়ে এই উৎসব পালিত হয়। এবার এই উৎসব ঘটা করে পালিত হবে মার্কিন মুলুকেও। নিউ ইয়র্কের (New York) সমস্ত স্কুলে দীপাবলিতে ছুটি থাকবে। নিউ ইয়র্ক প্রশাসনের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক প্রশাসনের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবে ভারতের কাছেও বিশেষ তাৎপর্যপূর্ণ।
দীপাবলিতে ছুটি প্রসঙ্গে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, প্রতি বছর নিউ ইয়র্কের বহু মানুষ দীপাবলি উৎসব পালন করেন। ভারতীয় বংশোদ্ভূতর পাশাপাশি স্থানীয়রাও আলোর উৎসব, দীপাবলিতে সরকারি ছুটির আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন মেনেই স্কুল পড়ুয়াদের ছুটি ঘোষণা করা হল। মেয়র এরিক অ্যাডামসের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উৎফুল্ল প্রবাসী ভারতীয় থেকে নিউ ইয়র্ক শহরের বাসিন্দারা। তবে স্কুল ছুটি থাকলেও দীপাবলিতে অফিস, কারখানা দীপাবলিতে বন্ধ থাকবে না বলে মেয়র অ্যাডামস জানিয়েছেন।
প্রসঙ্গত, দিন দুয়েক আগেই মার্কিন সফর থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর যে সখ্যতা ধরা পড়েছে, সেটাও উল্লেখযোগ্য। এবার মোদীর মার্কিন সফর থেকে দেশে ফেরার পরই ভারতীয় উৎসব, দীপাবলিতে নিউ ইয়র্কের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হল।
মূলত, অন্ধকার নাশ করে আলোয় ফেরার বার্তা দিতেই পালিত হয় দীপাবলি উৎসব। চলতি বছরে দীপাবলি পালিত হবে ১২ নভেম্বর, রবিবার। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসবে মেতে ওঠে সমগ্র ভারতের মানুষ।