Vladimir Putin: ‘তৃতীয় বিশ্বযুদ্ধ হবে’, ফের প্রেসিডেন্ট নির্বাচিত হতেই মারাত্মক হুমকি পুতিনের

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 18, 2024 | 8:34 AM

World War 3 Warning: ইউক্রেনের যুদ্ধ, দেশের অন্দরেই বিরোধ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করা হলেও, বিরোধীদের কার্যত উড়িয়ে দিয়ে ৮৮ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হন ভ্লাদিমির পুতিনই। আর ক্ষমতা পুনর্দখল করতেই পশ্চিমি দুনিয়াকে হুমকি দিলেন তিনি।

Vladimir Putin: তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, ফের প্রেসিডেন্ট নির্বাচিত হতেই মারাত্মক হুমকি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
Image Credit source: AFP

Follow Us

মস্কো: সদ্য ফের নির্বাচিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে। আর ফল ঘোষণার পরই দিলেন যুদ্ধের হুমকি! বিপুল ভোট পেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। আর জয়ের পর প্রথম বক্তব্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন। সোমবার রুশ প্রেসিডেন্ট পশ্চিমি দেশগুলিকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে রাশিয়া ও আমেরিকার ন্যাটো বাহিনীর মধ্যে যদি এভাবেই বিরোধ বাড়তে থাকে, তবে তার অর্থ হল পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে একধাপ দূরেই দাঁড়িয়ে রয়েছে। এই যুদ্ধ দেখতে চাইবেন না কেউ, এমনটাই সতর্কবার্তা দেন পুতিন।

ইউক্রেনের যুদ্ধ, দেশের অন্দরেই বিরোধ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করা হলেও, বিরোধীদের কার্যত উড়িয়ে দিয়ে ৮৮ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হন ভ্লাদিমির পুতিনই। আর ক্ষমতা পুনর্দখল করতেই পশ্চিমি দুনিয়াকে হুমকি দিলেন তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে পশ্চিমি দেশগুলির সমালোচনা-আক্রমণের মুখে পড়েছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিন একাধিক সময়ই পরমাণু অস্ত্র বা পরমাণু যুদ্ধ নিয়ে কথা বললেও, কখনও ইউক্রেনের উপরে পরমাণু হামলা চালাননি। তবে আমেরিকা যদি ইউক্রেনকে অস্ত্র দিয়ে মদত দিতে থাকে, তবে যুদ্ধের পরিণতি খারাপ হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন।

গত মাসেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ জানিয়েছিলেন, ভবিষ্যতে ইউক্রেনে সামরিক বাহিনী মোতায়েন করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না এখনই। সোমবার অবশেষে রাশিয়া-ন্যাটো বাহিনীর মধ্যে বিরোধ নিয়ে মুখ খোলেন পুতিন। বলেন, “আধুনিক বিশ্বে সবকিছুই সম্ভব। সবার কাছে এই বিষয়টা স্পষ্ট যে এই বিরোধ পূর্ণমাত্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে। আমার মনে হয় না কেউ এতে (যুদ্ধে) আগ্রহী।”

Next Article