নয়াদিল্লি: শুধু বাণিজ্যিক সম্পর্ক নয়। তার বাইরেও ভারত ও জার্মানির মধ্যে আলাদা বন্ধন রয়েছে। সেই বন্ধনের উপর দাঁড়িয়েই এ বছর TV9 গ্রুপের নিউজ-9 গ্লোবাল সামিট আয়োজন করা হয়েছে জার্মানিতে। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর জার্মানির স্টুটগার্টের এমএইচপি অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই শীর্ষ সম্মেলন। ভারতের কোনও মিডিয়া সংস্থা এই প্রথম এত বড় মাপে, ভারতের বাইরে তাঁদের শীর্ষ সম্মেলনের আয়োজন করছে।
টিভি৯-র গ্লোবাল সামিটে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২২ নভেম্বর তিনি বক্তব্য রাখবেন। বিকশিত ভারতের লক্ষ্যের কথা তুলে ধরবেন তিনি। আগামী দিনে বিশ্ব মঞ্চে ভারতের ভূমিকার কথাও থাকবে প্রধানমন্ত্রীর বক্তব্যে। প্রথমবার ভারতের বাইরে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে দুই দেশের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। দেশ-বিদেশের নেতারা তাঁদের বক্তব্য এই সম্মেলনের মাধ্যমে তুলে ধরবেন বিশ্বের দরবারে।
এই গ্লোবাল সামিটের সহ-আয়োজক বুন্দেশলিগা ক্লাব ভিএফবি স্টুটগার্ট। সহযোগিতার হাত বাড়িয়েছে বাদেন-উর্টেমবার্গ প্রশাসন। এই গ্লোবাল সামিট নিয়ে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস বলেন, “ভারত ও জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুতের লক্ষ্যে এই গ্লোবাল সম্মেলন। ফলে দুই দেশের রাজনীতি, বিনোদন, খেলাধুলো, বাণিজ্য জগতের বিশিষ্টজনরা এই সম্মেলনে অংশ নেবেন।” এই সম্মেলনে যেমন গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তেমনই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের সংস্কৃতি তুলে ধরা হবে দর্শকদের কাছে।
যেসব গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই সম্মেলনে, তার মধ্যে অন্যতম উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন। বিশ্বে এখন উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে জোর আলোচনা চলছে। জলবায়ু পরিবর্তন রোধ এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো বিশ্বের বেশিরভাগ দেশের কাছে বড় চ্যালেঞ্জ। বেশিরভাগ উন্নত দেশ বুঝেছে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার এখন আর পছন্দ নয়, তা বাধ্যতামূলক হয়ে দাঁড়াচ্ছে।
পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ, সেই আলোচনায় অংশ নেবেন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডিজি অজয় মাথুর, TERI-র ডিজি বিভা ধাওয়ান, হিরো ফিউচার এনার্জিসের সিএমডি রাহুল মুনজল, ফ্রনহোফের আইএসই-র ডিরেক্টর আন্দ্রেস বেট, হেপ সোলারের ইএসজি ও সাসটেইনেবিলিটি ম্যানেজার জুলিয়ন হসচার্ফ এবং প্রিজিরোর ম্যানেজমেন্ট বোর্ডের পিটার হার্টমন।