NEWS9 Global Summit: ভারতের আর্থিক বৃদ্ধি কোন পথে, গ্লোবাল সামিটে শোনাবেন জ্যোতিরাদিত্য

Nov 20, 2024 | 2:35 AM

NEWS9 Global Summit: বৃহস্পতিবার শুরু হচ্ছে নিউজ৯ গ্লোবাল সামিট। পরদিন বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের আর্থিক বৃদ্ধিতে ভারতের ভূমিকা তুলে ধরবেন তিনি। টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস বলেন, "দুই দেশের রাজনীতিক, শিল্পপতি এবং নাগরিক সমাজের বিশিষ্টজনরা সম্মেলনে অংশ নেবেন।"

NEWS9 Global Summit: ভারতের আর্থিক বৃদ্ধি কোন পথে, গ্লোবাল সামিটে শোনাবেন জ্যোতিরাদিত্য
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Follow Us

নয়াদিল্লি: টিভি৯ গ্রুপের নিউজ৯ গ্লোবাল সামিট। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর জার্মানির স্টুটগার্টের এমএইচপি অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। জার্মানির মাটিতে এই সম্মেলনে ভারত-জার্মানির দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরবেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

বৃহস্পতিবার শুরু হচ্ছে নিউজ৯ গ্লোবাল সামিট। পরদিন বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের আর্থিক বৃদ্ধিতে ভারতের ভূমিকা তুলে ধরবেন তিনি। টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস বলেন, “দুই দেশের রাজনীতিক, শিল্পপতি এবং নাগরিক সমাজের বিশিষ্টজনরা সম্মেলনে অংশ নেবেন। দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে এই সম্মেলন।” তাঁর কথায়, ইউরোপের সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি এই সম্মেলনের জন্য উপযুক্ত স্থান। জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ কিছুদিন আগে ভারত সফরে এসেছিলেন। তারপর এই সম্মেলন দুই দেশের সম্পর্কের দৃঢ়তাকে তুলে ধরছে।

এই সম্মেলনে দুই দেশের মজবুত আর্থিক বৃদ্ধি নিয়ে আলোচনায় অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ভারতের দ্রুত আর্থিক বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা হবে। সেখানে ভারতের আর্থিক বৃদ্ধির নেপথ্য কাহিনি তুলে ধরবেন জ্যোতিরাদিত্য। দুই দেশের মধ্যে উন্নয়ন, প্রযুক্তি এবং পরিকাঠামোর আদানপ্রদান নিয়ে বক্তব্য রাখবেন। পারস্পরিক সহযোগিতায় ভারত ও জার্মান কীভাবে দীর্ঘমেয়াদি আর্থিক বৃদ্ধির পথে এগিয়ে চলবে, তা নিয়েও বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মন্ত্রী। সিন্ধিয়া ছাড়াও এই সম্মেলনে থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

এই খবরটিও পড়ুন

 

Next Article