North Korea Vs South Korea: ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিমের, ঘুম কেড়েছে দক্ষিণ কোরিয়ার

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 15, 2021 | 8:50 PM

United States, যাবতীয় কথাবার্তা ভেস্তে দিয়ে, মার্কিন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে পিয়ংইয়ং ক্রমাগত নিজেদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের জন্য, তাঁদের ধ্বংস করার লক্ষ্যে, অস্ত্রশস্ত্র পরীক্ষা নিরীক্ষা ক্রমাগত চালিয়ে যাচ্ছে।

1 / 6
দেশের পূর্ব উপকূলে এক জোড়া ক্ষেপণাস্ত্র (ballistic missiles) পরীক্ষা করল উত্তর কোরিয়া (North Korea),এমনটাই জানা গিয়েছে দক্ষিণ কোরিয়া (South Korea) সেনা বাহিনী সূত্রে। পরমাণু ক্ষমতাধর ক্রুজ ক্ষেপাণাস্ত্র পরীক্ষার কয়েকদিন পরেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

দেশের পূর্ব উপকূলে এক জোড়া ক্ষেপণাস্ত্র (ballistic missiles) পরীক্ষা করল উত্তর কোরিয়া (North Korea),এমনটাই জানা গিয়েছে দক্ষিণ কোরিয়া (South Korea) সেনা বাহিনী সূত্রে। পরমাণু ক্ষমতাধর ক্রুজ ক্ষেপাণাস্ত্র পরীক্ষার কয়েকদিন পরেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

2 / 6
যাবতীয় কথাবার্তা ভেস্তে দিয়ে, মার্কিন (United States) নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে পিয়ংইয়ং ক্রমাগত নিজেদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের জন্য, তাঁদের ধ্বংস করার লক্ষ্যে, অস্ত্রশস্ত্র পরীক্ষা নিরীক্ষা ক্রমাগত চালিয়ে যাচ্ছে। এমনটাই অভিযোগ দক্ষিণ কোরিয়ার। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সাল থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে যাবতীয় আলাপ আলোচনা বন্ধ।

যাবতীয় কথাবার্তা ভেস্তে দিয়ে, মার্কিন (United States) নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে পিয়ংইয়ং ক্রমাগত নিজেদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের জন্য, তাঁদের ধ্বংস করার লক্ষ্যে, অস্ত্রশস্ত্র পরীক্ষা নিরীক্ষা ক্রমাগত চালিয়ে যাচ্ছে। এমনটাই অভিযোগ দক্ষিণ কোরিয়ার। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সাল থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে যাবতীয় আলাপ আলোচনা বন্ধ।

3 / 6
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ স্টাফ (Joint Chief Staff) জানিয়েছেন "উত্তর কোরিয়া, তাঁদের কেন্দ্রীয় অভ্যন্তরীণ অঞ্চল থেকে পূর্ব উপকূলের দিকে দুটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ও আমেরিকা এই বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে।" তিনি জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সেনা বাহিনী নজরদারি জোরালো করেছে এবং আমেরিকার সহায়তায় সবরকমভাবে প্রস্তুত রয়েছেন।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ স্টাফ (Joint Chief Staff) জানিয়েছেন "উত্তর কোরিয়া, তাঁদের কেন্দ্রীয় অভ্যন্তরীণ অঞ্চল থেকে পূর্ব উপকূলের দিকে দুটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ও আমেরিকা এই বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে।" তিনি জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সেনা বাহিনী নজরদারি জোরালো করেছে এবং আমেরিকার সহায়তায় সবরকমভাবে প্রস্তুত রয়েছেন।

4 / 6
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জে-ইন (Moon Jae-in) দফতর সূত্রে জানা যাচ্ছে জাপানের (Japan) সঙ্গে যৌথভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে তোলা হবে। তাঁর অফিস সূত্রে আরও জানা গিয়েছে  ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের বিষয়টি জানা মাত্রই  রাষ্ট্রপতি মুনকে জানানো হয়েছে।মার্চের পর এই প্রথম উত্তর কোরিয়া রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা লঙ্ঘন করলো।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জে-ইন (Moon Jae-in) দফতর সূত্রে জানা যাচ্ছে জাপানের (Japan) সঙ্গে যৌথভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে তোলা হবে। তাঁর অফিস সূত্রে আরও জানা গিয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের বিষয়টি জানা মাত্রই রাষ্ট্রপতি মুনকে জানানো হয়েছে।মার্চের পর এই প্রথম উত্তর কোরিয়া রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা লঙ্ঘন করলো।

5 / 6
জাপানের উপকূল রক্ষী বাহিনীও জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাতীয় কোনও বস্তু উত্তর কোরিয়ার দিক থেকে নিক্ষেপিত হয়ে তাঁদের দেশ লাগোয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে অবতরণ করেছে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা (Yoshihide Suga) এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে "ভয়ঙ্কর" বলে অভিহিত করেছেন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই পদক্ষেপকে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে তীব্র নিন্দা করেছেন।

জাপানের উপকূল রক্ষী বাহিনীও জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাতীয় কোনও বস্তু উত্তর কোরিয়ার দিক থেকে নিক্ষেপিত হয়ে তাঁদের দেশ লাগোয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে অবতরণ করেছে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা (Yoshihide Suga) এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে "ভয়ঙ্কর" বলে অভিহিত করেছেন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই পদক্ষেপকে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে তীব্র নিন্দা করেছেন।

6 / 6
উত্তর কোরিয়ার পরমাণু ক্ষমতাধর ক্রুজ মিসাইল নিয়ে,  দক্ষিণ কোরিয়া ও চিনের (China) বিদেশ মন্ত্রীরা সিউলে (Seoul) যখন নিজেদের মধ্যে আলোচনা করছিলেন , সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনটি তখনই ঘটে। চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই (Wang Yi) জানিয়েছেন সব পক্ষেরই কোরিয়ান উপদ্বীপে (Korean peninsula) শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে উন্নয়নের কাজ করা উচিত।

উত্তর কোরিয়ার পরমাণু ক্ষমতাধর ক্রুজ মিসাইল নিয়ে, দক্ষিণ কোরিয়া ও চিনের (China) বিদেশ মন্ত্রীরা সিউলে (Seoul) যখন নিজেদের মধ্যে আলোচনা করছিলেন , সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনটি তখনই ঘটে। চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই (Wang Yi) জানিয়েছেন সব পক্ষেরই কোরিয়ান উপদ্বীপে (Korean peninsula) শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে উন্নয়নের কাজ করা উচিত।

Next Photo Gallery