North Korean Soldiers: যুদ্ধে এসে পর্ন দেখছে জওয়ানরা, মাথায় হাত কিমের
North Korean Soldiers: রাশিয়ায় আসার পর যতখুশি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছেন কিমের দেশের সেনারা। এই প্রথম ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েই পর্ন সিনেমায় বুঁদ হয়েছেন উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সদস্যরা।
মস্কো: ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ। সেই যুদ্ধে মস্কোকে সাহায্য করতে ভ্লাদিমির পুতিনের দেশে রয়েছেন উত্তর কোরিয়ার কয়েক হাজার জওয়ান। রাশিয়ায় তাঁরা যতখুশি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর এই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েই নাকি নীল সিনেমায় বুঁদ হয়ে গিয়েছেন কিম জং উনের সেনাবাহিনীর জওয়ানরা। ব্রিটেনের সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের সাংবাদিক গিডেন ব়্যাচম্যানের এক টুইট ঘিরে এই নিয়ে হইচই শুরু হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। আড়াই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে পুতিনকে সাহায্যের হাত বাড়িয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রায় হাজার সাতেক জওয়ান এখন রাশিয়ায় রয়েছেন। তাঁদের ইউক্রেন সীমান্তে মোতায়েন করা হয়েছে। তাঁদের কাছে একে-১২ আগ্নেয়াস্ত্র রয়েছে। দীর্ঘকালীন যুদ্ধের প্রস্তুতি হিসেবে রাশিয়ার পাঁচটি জায়গায় তাঁদের প্রশিক্ষণও দেওয়া হয় বলে জানা গিয়েছে।
রাশিয়ায় আসার পর যতখুশি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছেন কিমের দেশের সেনারা। এই প্রথম ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েই পর্ন সিনেমায় বুঁদ হয়েছেন উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সদস্যরা। এক্স হ্যান্ডলে ব্রিটিশ সাংবাদিক ব়্যাচম্যান লিখেছেন, “বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, রাশিয়ায় মোতায়েন উত্তর কোরিয়ার সেনা আগে কখনও যথেচ্ছ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়নি। ফলে সেই সুযোগ পেয়ে নীল সিনেমায় বুঁদ হয়ে পড়েছে তারা।”
এই খবরটিও পড়ুন
আমেরিকায় প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল চার্লি ডিয়েটকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, এই নিয়ে তাঁর কাছে তথ্য নেই। এর জবাব ভাল দিতে পারবে মস্কো। ইউক্রেনকে সমর্থন এবং এই অঞ্চলে নিরাপত্তা নিয়ে তাঁরা বেশি করে ভাবছেন বলে জানালেন লেফটেন্যান্ট কর্নেল।