৪ বছরের লিলি খুঁজে পেল ২২ কোটি বছরের অতীত

বা মায়ের সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে বেরিয়েছিল ছোট্ট দু'টি পা।

৪ বছরের লিলি খুঁজে পেল ২২ কোটি বছরের অতীত
লিলি
Follow Us:
| Updated on: Feb 02, 2021 | 8:02 PM

সাউথ ওয়েলস: বাবা মায়ের সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে বেরিয়েছিল ছোট্ট দু’টি পা। তখনই একটি পাথর দেখতে পায় ৪ বছরের লিলি। পাথরটি দেখা মাত্রই বাবাকে ডাকে লিলি ওয়েল্ডার। লিলির বাবা রিচার্ড গিয়ে দেখেন পাথরের উপর একটি পায়ের ছাপ। আর সেই পায়ের ছাপ যে সে পায়ের ছাপ নয়, বিজ্ঞানীদের মতে কম করে ২২ কোটি বছরের পুরনো একটি ডায়নোসরের (Dinosaur) পায়ের ছাপ।

লিলি

লিলির মা জানিয়েছেন, পাথরে পায়ের ছাপ দেখে এতটাই জীবন্ত লাগছিল যেন সদ্য কেউ তাতে আঁচড় কেটেছে। ২২ কোটি বছর আগের এই ডাইনোসোরের ছাপ পুরনো জীবাশ্ম যেগুলি এখনও অবিকৃত অবস্থায় রয়েছে, তার মধ্যে অন্যতম। পৃথিবীতে ডাইনোসর এসেছে ২৩ কোটি বছর আগে, আর এই ডাইনোসরের ছাপ ২২ কোটি বছর পুরনো। যার অর্থ, আদি ডাইনোসর সম্পর্কে একাধিক তথ্য উঠে আসতে পারে এই জীবাশ্মের মাধ্যমে।

আরও পড়ুন: মোদির মুখের কথাই ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’, মান্যতা দিল অক্সফোর্ড

তবে ডাইনোসরের পায়ের ছাপ দেখে একেবারেই ভয় পায়নি ৪ বছরের লিলি। যদিও পায়ের ছাপটি খুব বেশি হলে ১০ সেন্টিমিটার হবে। ছোট্ট লিলিকে যখন তার বাবা রিচার্ড জিজ্ঞাসা করলেন, “লিলি তোমার পায়ের মতোই না?” তাতেও সম্মতি জানিয়েছে লিলি। সে দেশের সংবাদ মাধ্যমে এ কথাও প্রকাশিত হয়েছে। পায়ের ছাপটি ডাইনোসরের কোন প্রজাতির, তা এখনও জানা যায়নি।