মোদির মুখের কথাই ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’, মান্যতা দিল অক্সফোর্ড
২০১৯ সালে অক্সফোর্ড 'হিন্দি ওয়ার্ড অব দ্য ইয়ার' হয়েছিল 'সংবিধান।' তার আগের বছর 'হিন্দি ওয়ার্ড অব দ্য ইয়ার' হয়েছিল 'নারী শক্তি।'
লন্ডন: রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, সকলের মুখেই আত্মনির্ভরতার বার্তা। আত্মনির্ভর ভারত গড়ার কথা বারবার বলছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ বার সেই ‘আত্মনির্ভর’ শব্দই পেল সেরার শিরোপা। অক্সফোর্ড জানিয়েছে, ২০২০ সালের সেরা হিন্দি শব্দ ‘আত্মনির্ভর’ । ২০১৯ সালে অক্সফোর্ড ‘হিন্দি ওয়ার্ড অব দ্য ইয়ার’ হয়েছিল ‘সংবিধান।’ তার আগের বছর ‘হিন্দি ওয়ার্ড অব দ্য ইয়ার’ হয়েছিল ‘নারী শক্তি।’ শবরীমালা ও অনুচ্ছেদ ৩৭০-এর বিলুপ্তির জেরে ২০১৯ সালে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছিল সংবিধান। তেমনই ২০২০ সালে প্রাসঙ্গিকতায় সবচেয়ে এগিয়ে ‘আত্মনির্ভর।’
কীভাবে নির্বাচিত হয় ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’?
অক্সফোর্ডের ভাষা বিশেষজ্ঞরা প্রতি বছর প্রায় ১৫ কোটি শব্দ থেকে খুঁজে বের করেন ‘ওয়ার্ড অব দ্য ইয়ার।’ সারা বছরে যে শব্দ বা ইমোজি অধিক মানুষের কাছে প্রাসঙ্গিক ও আকৃষ্ট হয়ে ওঠে। সেই শব্দকেই ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ তকমা দেয় অক্সফোর্ড। ২০২০ সালে করোনা আবহে একটি নির্দিষ্ট শব্দকে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’-এর তকমা দেয়নি অক্সফোর্ড। করোনা আবহে মানুষ অনেক নতুন শব্দকে আপন করে নিয়েছে। ‘সোশ্যাল ডিস্টেন্সিং’, ‘লকডাউন’, ‘শেল্টার-ইন-প্লেস’ শব্দগুলি সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশে গিয়েছিল। তাই এই শব্দগুলিকে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে অক্সফোর্ড। তবে করোনা ছাড়াও সারা বিশ্ব উত্তাল হয়েছিল আমেরিকার ‘ব্ল্যাক লাইভস মেটার’ আন্দোলনকে। সেই শব্দও স্থান পেয়েছে সেরার তালিকায়। একই ভাবে ২০১৯ সালে প্রাসঙ্গিকতার বিচারে এগিয়ে ছিল ‘ক্লাইমেট এমারজেন্সি’ শব্দটি, ২০১৮ সালে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ ছিল ‘টক্সিক’, ২০১৭ সালে বাছাই করা শেরা শব্দ ছিল ‘ইউথকোয়েক।’
কেন ‘আত্মনির্ভর’কে ‘হিন্দি ওয়ার্ড অব দ্য ইয়ার’ ঘোষণা করল অক্সফোর্ড?
যে শব্দের কোনও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে, সারা বছর ধরে প্রাসঙ্গিক এবং যা বছরের অধিকাংশ দিনগুলির বিভিন্ন ঘটনার প্রতিফলন। সেই শব্দকেই ‘হিন্দি ওয়ার্ড অব দ্য ইয়ার’-এর তকমা দেওয়া হয়। ২০২০ সালের মে মাসের করোনা আবহে ‘আত্মনির্ভর ভারত’ গড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর থেকে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ‘আত্মনির্ভর’ শব্দের ব্যবহার। আনলক পর্বে মোদি বলেছিলেন, “আত্মনির্ভর ভারত মানে বিশ্বের কাছে ভারচের দরজা বন্ধ করা নয়, বরং নিজস্ব উৎপাদনের হার বাড়ানো।” তারপর ভারতে আত্মনির্ভরতার প্রাসঙ্গিকতা মাথায় রেখেই এই শব্দরে ‘ওয়ার্ড অব দ্য ইয়ারের’ তকমা দিয়েছে অক্সফোর্ড।
আরও পড়ুন: অভিজ্ঞতার ঝুলি নিয়ে নাসার সর্বোচ্চ পদে ভারতের মেয়ে ভব্যা
কীভাবে ‘হিন্দি ওয়ার্ড অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হল ‘আত্মনির্ভর’?
হিন্দি ভাষা বিশেষজ্ঞদের একটি তিন সদস্যের প্যানেলের মাধ্যমে নির্বাচিত হয়েছে এ বারের ‘হিন্দি ওয়ার্ড অব দ্য ইয়ার।’অক্সফোর্ডের প্রাক্তনী কৃতিকা আগরওয়াল, অধ্যাপক পুনম নিগম সহায়-সহ একাধিক ভাষা বিশেষজ্ঞরা বিভিন্ন শব্দ নির্বাচন করেন। তারপর একাধিক বিষয় খতিয়ে দেখে নির্বাচিত হয় ‘হিন্দি ওয়ার্ড অব দ্য ইয়ার।’ সেই একই ভাবেই ২০২০ সালের সেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘আত্মনির্ভর।’