AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিজ্ঞতার ঝুলি নিয়ে নাসার সর্বোচ্চ পদে ভারতের মেয়ে ভব্যা

৫ সবচেয়ে বড় ন্যাশনাল একাডেমি অব সায়েন্স কমিটিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর কাছে।

অভিজ্ঞতার ঝুলি নিয়ে নাসার সর্বোচ্চ পদে ভারতের মেয়ে ভব্যা
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Feb 02, 2021 | 3:03 PM
Share

ওয়াশিংটন: মহাকাশ গবেষণায় একাধিক নজির সৃষ্টি করেছে মার্কিন সংস্থা নাসা (NASA)। এবার সেই নাসার কার্যকরী চিফ অব স্টাফ হলেন ভারতীয় বংশোদ্ভূত ভব্যা লাল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ট্রানজিসন দলের সদস্য ছিলেন ভব্যা। সোমবারই তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে নাসা পরিচালনার দায়িত্ব। বিবৃতি দিয়ে নাসা জানিয়েছে, ইঞ্জিনিয়ারিং ও মহাকাশ প্রযুক্তিতে দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে ভব্যার। ২০০৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বছর ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালিসিস সায়েন্স অ্যান্ড টেকনলজি পলিসি ইনস্টিটিউটের গবেষক হিসেবে কাজ করেছেন তিনি।

NASA

ভব্যা লাল

দীর্ঘ ১৫ ধরে হোয়াইট হাউস অব সায়েন্স অ্যান্ড টেকনলজি পলিসি, ন্যাশনাল স্পেস কাউন্সিল, ফেডারেল স্পেস ওরিয়েন্টেড অরগানাইজেশন, প্রতিরক্ষা মন্ত্রক-সহ নাসায় গবেষণা করেছেন ভব্যা। ৫ সবচেয়ে বড় ন্যাশনাল একাডেমি অব সায়েন্স কমিটিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর কাছে। ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন ফেডারেল অ্যাডভাইসরি কমিটিতে টানা দু’বার ছিলেন ভব্যা। এ ছাড়াও একাধিক বিভাগে প্রথম সারিতে ছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত।

NASA

ভব্যা লাল

ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালিসিস সায়েন্স অ্যান্ড টেকনলজি পলিসি ইনস্টিটিউটে যোগ দেওয়ার আগে সি-এসটিপিএস এলএলসিতে কাজ করেছেন ভব্যা। তার আগে কেমব্রিজের বিশ্ব নীতি নির্ধারণ দলেও প্রথম সারিতে কাজ করেছেন তিনি। এরকমই একাধিক ভাবে মহাকাশ গবেষণায় ভব্যার অবদান অনেক, তাই তাঁকে নাসার সর্বোচ্চ পদে বসানো হয়েছে। নাসার তরফে বিবৃতি দিয়ে একথাই জানানো হয়েছে।

আরও পড়ুন: স্বাধীনতার মেয়াদ মাত্র ১০ বছর, ফের সেনাবাহিনীর হাতেই মায়ানমারের শাসন?

প্রসঙ্গত, বাইডেন ক্ষমতায় আসার পর তাঁর প্রশাসনে একাধিক পদে বসেছেন ভারতীয় বংশোদ্ভূতরা। হোয়াইট হাউসের একাধিক বিভাগে মার্কিন নীতি নির্ধারণের দায়িত্বে রয়েছেন অনাবাসী ভারতীয়রা। সেই ধারাই অব্যাহত থাকল নাসার ক্ষেত্রেও।