Bizarre: বগলের গন্ধ বেশি আকর্ষণীয়! তাই বডি স্প্রে ব্যবহারে নারাজ এই মডেল

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 23, 2022 | 8:30 AM

Model: শরীরের স্বাভাবিক গন্ধ তাঁর কাছে অনেক বেশি আকর্ষণীয়। বগলের ঘামের গন্ধ তাঁর এতটাই ভাল লাগে, যে তিনি বডি স্প্রে দিয়ে সেই গন্ধ ঢাকতে চান না।

Bizarre: বগলের গন্ধ বেশি আকর্ষণীয়! তাই বডি স্প্রে ব্যবহারে নারাজ এই মডেল
ফেলেন ফক্স

Follow Us

লন্ডন: তিনি মডেল। একটি অনলাইন অ্যাডাল্ট স্ট্রিমিং সাইটে নিয়মিত দেখা যায় তাঁকে। সেখানে ভক্ত সংখ্যাও নেহাত কম নয়। লকডাউনের সময় থেকে জনপ্রিয়তাও বেড়েছে কয়েক গুণ। সম্প্রতি একটি সংবাদমাধ্যম তাঁর সাক্ষাৎকার নিয়েছিলে। সেখানেই নিজের কিছু পছন্দ অপছন্দের কথা জানিয়েছেন তিনি। তার কারণও জানিয়েছেন। তা শুনেই অবাক হয়েছেন নেটিজেনরা। অবশ্য মডেলের দাবি, তাঁর এই কাজ পছন্দ করে তাঁর ভক্তরা। তাঁকে উৎসাহিতও করেন।

ব্রিটেনের বাসিন্দা ফেনেলা ফক্স। একটি অ্যাডাল্ট ভিডিয়ো স্ট্রিমিং সাইটের মডেল তিনি। সে দেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বডি স্প্রে ব্যবহার করতে ভাল লাগে না তাঁর। কদাচিৎ তা ব্যবহার করে থাকেন তিনি। শরীরের স্বাভাবিক গন্ধ তাঁর কাছে অনেক বেশি আকর্ষণীয়। বগলের ঘামের গন্ধ তাঁর এতটাই ভাল লাগে, যে তিনি বডি স্প্রে দিয়ে সেই গন্ধ ঢাকতে চান না। এ নিয়ে ফেলেনা বলেছেন, “আমার বগলের গন্ধ খুব ভাল লাগে। তাই আমি বডি স্প্রে ব্যবহার করি না বললেই চলে। আমি বিশ্বাস করি খাবার এবং জীবনযাপনের জেরে যে স্বাভাবিক গন্ধ শরীর থেকে বেরোয় তা অনেক বেশি সুন্দর।”

সে জন্য বগলের লোমও কাটেন না তিনি। ২০১৭ সালের পর থেকে এখনও অবধি বগলের লোম কাটেননি তিনি। এই কাজের মাধ্যমে তিনি এক ধরনের চিন্তাধারার বিরুদ্ধে প্রতিবাদও করেন বলে দাবি করেছেন। পুরুষতান্ত্রিক সমাজে নারী শরীর প্রদর্শন সুন্দর করতে বগলের লোম কাটার হিড়িক। তা না কেটেই এর বিরুদ্ধে প্রতিবাদ করেন বলে দাবি ফেলেনের।

তবে তাঁর এই কাজ তাঁর ভক্তদের খুব পছন্দের বলেও জানিয়েছেন ফেলেন। তিনি আমার ভক্তরা বিষয়টি খুব ভালবাসে।

Next Article