সান ফ্রান্সিসকো: মার্কিন মুলুকে বন্ধ অ্যাপার্টমেন্টে মৃতদেহ। ভারতীয় বংশেদ্ভূত যুবকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। বছর ছাব্বিশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষক-বিশেষজ্ঞ সুচির বালাজিকে সান ফ্রান্সিসকোর অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। আগে তিনি চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা সংস্থা ওপেন এআই-তে কাজ করতেন। সংস্থার একাধিক গোপন তথ্য, কুকীর্তি ফাঁস করে দিয়েছিলেন সুচির। তার জেরেই এই রহস্যমৃত্যু কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, ২০২০ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের অগস্ট মাস পর্যন্ত ওপেনএআই (Open AI)-তে কাজ করতেন সুচির। অক্টোবর মাসে সুচির অভিযোগ আনেন যে ওপেনএআই ক্রমাগত কপিরাইট আইন ভঙ্গ করছে। ইন্টারনেটের দুনিয়ার ক্ষতি করছে চ্যাটজিপিটির মতো প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝেশুনে ব্যবহারের কথা প্রকাশ্যে বলেছিলেন সুচির। এরপরই গত ২৬ নভেম্বর সান ফ্রান্সিসকোয় বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
এদিকে, সুচিরের মৃত্যুরহস্য সামনে আসতেই অদ্ভুত পোস্ট করেছেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি তথা এক্স, টেসলা ও স্পেস-এক্সের মালিক ইলন মাস্ক। তিনি শুধু ‘হুমম’ লেখা পোস্ট করেছেন, যা আরও রহস্য বাড়িয়েছে। ওপেনএআই-র সিইও স্যাম অল্টম্যানের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিরোধ ইলন মাস্কের। গত মাসেই তিনি ওপেনএআই-কে একচেটিয়া ব্যবসায়ী বলে আক্রমণ করেন।