Ireland: হোটেল নির্মাণের জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এল শয়ে শয়ে কঙ্কাল

Dublin: দুটি কঙ্কালের কার্বন ডেট করে দেখা গিয়েছে, সেগুলি একাদশ শতাব্দীর। কাজেই, 'সেন্ট মেরিস অ্য়াবে' স্থাপনের আগে থেকেই সেখানে খ্রিষ্টীয় জনগোষ্ঠীর বসবাস ছিল বলে মনে করছেন ঐতিহাসিকরা। আর সমাধিক্ষেত্রটি অন্তত পক্ষে হাজার বছরের পুরনো।

Ireland: হোটেল নির্মাণের জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এল শয়ে শয়ে কঙ্কাল
হোটেল নির্মাণস্থলের দখল এখন প্রত্নতাত্ত্বিকদের হাতে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 7:12 PM

ডাবলিন: আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ‘বুলিট ডাবলিন’ নামে একটি হোটেল নির্মাণ করছে ‘বিয়ানকোর’ (Beannchor) সংস্থা। ২০২৫ সাল নাগাদ এই হোটেলটি উদ্বোধন করার কথা। বর্তমানে ভিত নির্মাণের জন্য চলছে খনন। আর মাটি খুঁড়তেই পাওয়া গেল শয়ে শয়ে কঙ্কাল। কার্বন ডেটিং করে জানা গিয়েছে, কঙ্কালগুলি মধ্যযুগের। জানা গিয়েছে, যেখানে হোটেলটি নির্মাণ করা হচ্ছে, সেখানেই বারোশো শতাব্দীতে অবস্থিত ছিল ‘সেন্ট মেরিস অ্য়াবে’। মনে করা হচ্ছে, এই খ্রিষ্টীয় কেন্দ্রের পাশেই ছিল কোনও সমাধিক্ষেত্র। কঙ্কালগুলি সেই সমাধিক্ষেত্রেরই অংশ। তবে, দুটি কঙ্কালের কার্বন ডেট করে দেখা গিয়েছে, সেগুলি একাদশ শতাব্দীর। কাজেই, ‘সেন্ট মেরিস অ্য়াবে’ স্থাপনের আগে থেকেই সেখানে খ্রিষ্টীয় জনগোষ্ঠীর বসবাস ছিল বলে মনে করছেন ঐতিহাসিকরা। আর সমাধিক্ষেত্রটি অন্তত পক্ষে হাজার বছরের পুরনো।

নয়া হোটেল নির্মাণের জন্য খননের সময় ষোড়শ শতাব্দীর একটি ভবনের ভিতও আবিষ্কার হয়েছে। এটি বোল্যান্ডস বেকারির ভিত বলে মনে করা হচ্ছে। ঊনবিংশ শতকের শেষদিকে এটিই ছিল ডাবলিনের বৃহত্তম বেকারি। এছাড়া একটি বিশেষ ধরনের ভবনের কাঠামোও পাওয়া গিয়েছে। মধ্যযুগীয় এই ধরনের ভবনগুলি পরিচিত ছিল ‘ডাচ বিলিস’ নামে। ১৭০০ সালে একদল অভিবাসী ওই ডাচ বিলিস নির্মাণ করেছিল বলে জানিয়েছেন ঐতিহাসিকরা। ১৬৮৯ সালে উইলিয়াম অব অরেঞ্জ ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের সিংহাসনে বসার পর, এই অভিবাসীরা ডাবলিনে পালিয়ে এসেছিলেন। প্রত্নতাত্ত্বিকরা সেখানে ১৬৬৭ সালের একটি ‘প্রেসবিটারিয়ান মিটিং হাউস’এর ভিতও আবিষ্কার করেছেন।

কয়েকশো কঙ্কাল, অন্তত ১০০০ বছরের পুরনো

নয়া হোটেল নির্মাণের সময়, এই বিপুল পরিমাণ ঐতিহাসিক বস্তু আবিষ্কার হওয়ায়, এই কাঠামোগুলিকে নয়া হোটেলের নকশায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। ‘প্রেসবিটারিয়ান মিটিং হাউস’-এর ভিতগুলি ব্যবহার করা হবে হোটেলটির বার এবং রেস্তোরাঁর ভিত হিসেবে। বোল্যান্ডস বেকারি সংস্কার এবং পুনর্নির্মাণ করা হবে। কঙ্কালগুলিকে উদ্ধার করে সেগুলিকে পরিষ্কার করা হবে। বিশ্লেষণের পর সেগুলি ব্রিটেনের ন্যাশনাল মনুমেন্ট সার্ভিসে জমা দেওয়া হবে। খননকার্য পরিচালনা করছে ‘কোর্টনি ডেরি হেরিটেজ কনসালটেন্সি’। সংস্থার ডিরেক্টর এডমন্ড ও’ডোনোভান বলেছেন, এই আবিষ্কার প্রত্নতাত্ত্বিক দিক থেক অত্যন্তু গুরুত্বপূর্ণ। তিনি আরও জানিয়েছেন, ‘সেন্ট মেরিস অ্যাবে’ ছিল মধ্য যুগের আয়ারল্যান্ডের সবথেকে বড় এবং সবথেকে ধনী অ্যাবে।