ইন্ডিয়ানা: একটা-দুটো কামড় নয় এক ৬ মাসের শিশুর শরীরে ৫০টা ইঁদুরে কামড়! ক্ষতবিক্ষত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছোট্ট শরীরটা তখন ঠাণ্ডা হতে শুরু করেছে। কোনও ক্রমে তাকে প্রাণে বাঁচাতে পেরেছেন চিকিৎসকেরা। তবে তার শরীরের ক্ষতচিহ্ন দেখে শিউরে উঠেছিলেন চিকিৎসকেরাও। তার প্রায় প্রতিটি আঙুলেই কামড়ের দাগ। মাংস খুবলে খেয়েছে ইঁদুর। এমন পরিস্থিতিতে গাফিলতির অভিযোগ উঠেছে বাবা-মায়ের বিরুদ্ধে। তাঁদের দুজনকেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে তাঁদের আরও এক আত্মীয়কেও। ইন্ডিয়ানার ঘটনা।
জানা গিয়েছে ওই দম্পতি বাড়িতে ছিলেন না যখন ওই ঘটনা ঘটে। বাড়ি ফিরে দেখে ৬ মাসের শিশুর শরীর রক্তে ভেসে যাচ্ছে। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় তাকে। শরীরের স্বাভাবিক তাপমাত্রা যেখানে ৯৮ ডিগ্রি থাকা উচিত, সেখানে শিশুর শরীরের তাপমাত্রা ৯৩ ডিগ্রিতে নামতে শুরু করেছিল। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয় তার।
জানা গিয়েছে, ওই বাড়িতে শিশুর বাবা, মা ছাড়াও থাকতেন আর এক আত্মীয়া ও তাঁর সন্তানও। অর্থাৎ ওই পরিবারে মোট তিন শিশু রয়েছে। বাকি দুজন সম্প্রতি স্কুলে গিয়ে ইঁদুরের কথা জানিয়েছিল বলে অভিযোগ। তাদের পায়েও নাকি ক্ষত করে দিয়েছিল ইঁদুর। এ কথা শুনে স্কুলের তরফ থেকে সংশ্লিষ্ট দফতরে খবর দেওয়া হয়েছিল। কিন্তু পরিবারের তরফে জানানো হয়েছিল, ইঁদুরের উপদ্রব নাকি এমন কিছু বেশি নয়, আর পাঁচটা বাড়ির মতোই। তবুও ওই দফতরের তরফে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তার মধ্যেই ঘটে যায় এই অঘটন।
আপাতত ওই আহত শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে তার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, ওই বাড়ি থেকে সব শিশুদের বের করে নিয়ে যাওয়া হয়েছে। ওই পরিবারের তিন সদস্য বর্তমানে জেলে রয়েছেন। তাঁদের জরিমানাও ধার্য করা হয়েছে।