Mamata Banerjee in Oxford: ‘ব্যানার্জি মানেই এনার্জি…’, লন্ডনে গিয়ে নিজের ফিট থাকার ‘মন্ত্র’ বললেন মমতা

Avra Chattopadhyay |

Mar 28, 2025 | 11:35 AM

Mamata Banerjee in Oxford: এরপর মুখ্যমন্ত্রীর হাতের আঁকা, কবিতা, গান নিয়েও প্রশংসা করেন অক্সফোর্ড কর্তৃপক্ষ। তারা বলেন, 'আমি শুনেছি আপনি মোট ১৩০টা বই লিখেছেন। পাশাপাশি, ছবিও আঁকেন। গানও লেখেন। একজন নেত্রী, সঙ্গে আবার শিল্পী। এটা সত্যি একটা মেলবন্ধন।'

Mamata Banerjee in Oxford: ব্যানার্জি মানেই এনার্জি..., লন্ডনে গিয়ে নিজের ফিট থাকার মন্ত্র বললেন মমতা
অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: facebook

Follow Us

লন্ডন: মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা হামেশাই বলে থাকেন, তিনি নাকি বড্ড স্বাস্থ্য সচেতন। মেপে খাওয়া থেকে মেপে ঘুম। স্বাস্থ্যের দিকটা তিনি বরাবরই মেপেই চলেন। এমনকি, লন্ডন সফরে গিয়ে সেই স্বাস্থ্য নিয়ে কোনও রকম ‘ফাঁকি’ দিতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে।

দীর্ঘ বিমানযাত্রার পরেও দেখা গিয়েছে, বিন্দুমাত্র ধকল নেই তাঁর শরীরে। লন্ডনে পৌঁছেই সোমবার তিনি সকালবেলা বেরিয়ে পড়েন মর্নিং ওয়াকে। সেরে নেন ‘ওয়ার্ম আপও’। লন্ডনের হাইড পার্কের গাছগাছালির ভিড়ে নিজের মতো হাঁটাচলা করেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী এই স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রশংসা করতে দেখা গেল অক্সফোর্ড কর্তৃপক্ষকেও। ব্রিটেনের এই প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণেই সেদেশে পাড়ি দিয়েছেন মমতা। বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ‘কেলগ কলেজে’ ছিল মুখ্যমন্ত্রীর ভাষণপর্ব। সেখানেই বক্তৃতা শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকারে বসেছিলেন তিনি।

তখন মমতাকে প্রশ্ন করা হয়, ‘আপনি এখনও প্রতিদিন ৬০ হাজার পদক্ষেপ হাঁটেন। শরীরে কীভাবে এতটা শক্তি সঞ্চয় করেন?’ এই প্রশ্নের পাল্টা মুখ্যমন্ত্রী কৌতুক সুরে বলেন, ‘মাই টাইটেল ইজ ব্যানার্জি, সো ইট ইজ অপোজিট অব এনার্জি।’ বাংলা তরজমা করলে দাঁড়ায়, ‘আমার পদবি ব্যানার্জি, যার বিপরীত হয় এনার্জি।’

এরপর মুখ্যমন্ত্রীর হাতের আঁকা, কবিতা, গান নিয়েও প্রশংসা করেন অক্সফোর্ড কর্তৃপক্ষ। তারা বলেন, ‘আমি শুনেছি আপনি মোট ১৩০টা বই লিখেছেন। পাশাপাশি, ছবিও আঁকেন। গানও লেখেন। একজন নেত্রী, সঙ্গে আবার শিল্পী। এটা সত্যি একটা মেলবন্ধন।’

Next Article