ইসলামাবাদ: শুক্রবার ডেমোক্রেটিক কংগ্রেসশনাল ক্যাম্পেইন কমিটি রিসেপশনে বক্তৃতা রাখার সময় পাকিস্তানকে বিশ্বের অন্যতম ‘বিপজ্জনক দেশ’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার তাঁর মন্তব্যের পাল্টা জবাব দিল ইসলামাবাদ। বাইডেনের ‘পাকিস্তানের নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র ভাণ্ডার’ মন্তব্যকে প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। এবং বাইডেনের বক্তব্যকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছেন। পাল্টা শেহবাজ় নিজের দেশকে ‘দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছেন।
বাইডেনের মন্তব্যের পাল্টা শেহবাজ় শরিফ বলেছেন,’গত কয়েক দশক ধরে দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র হিসেবে পাকিস্তান নিজেকে প্রমাণ করেছে। এখানে পারমাণবিক কর্মসূচি একটি প্রযুক্তিগতভাবে সঠিক ও নির্ভুল কম্যান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়।’ এদিকে প্রধানমন্ত্রীর অফিসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা গর্বিত যে আমাদের পারমাণবিক সম্পদ IAEA-র (আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা) নীতি অনুসারে সুরক্ষিত রয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি। এই বিষয়ে কারও কোনও সন্দেহ থাকা উচিত নয়।’
পাক প্রধানমন্ত্রী আরও বলেছেন,’পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ বছরের একটি বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক রয়েছে। যে সময় গোটা বিশ্ব বড় চ্যালেঞ্জের মুখোমুখি তখন পাকিস্তান-আমেরিকা সম্পর্কের প্রকৃত সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়া গুরুত্বপূর্ণ। এই ধরনের মন্তব্য এড়িয়ে যাওয়াই প্রয়োজন। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা আমাদের আন্তরিক ইচ্ছা।’ এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে কার্যত অস্বস্তিতে পড়েছে পাকিস্তান। তারা এখন সঙ্কট মোকাবিলায় ময়দানে অবতীর্ণ হয়েছে। তারা ইতিমধ্যেই পাকিস্তানে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে।
প্রসঙ্গত, শুক্রবার ডেমোক্রেটিক কংগ্রেসশনাল ক্যাম্পেইন কমিটি রিসেপশনে বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা নিয়ে বিভিন্ন মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে পাকিস্তান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মতে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হল পাকিস্তান। তাদের হাতে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র রয়েছে।’ এরপরই পাল্টা জবাব দিল পাকিস্তান।