২ মাসে ২ বার মার্কিন সফরে আসিম মুনির, ট্রাম্পের সঙ্গে হচ্ছে কোনও গোপন ডিল?
US-Pakistan: ফের মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বিগত দুই মাসে এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন সফর হতে চলেছে আসিম মুনিরের।

ওয়াশিংটন: একদিকে ভারতের উপরে ক্রমাগত চাপাচ্ছেন ট্যারিফ, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়িয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিন কয়েক আগেই পাকিস্তানের সঙ্গে চুক্তি হওয়ার কথা ঘোষণা করেন ট্রাম্প। এবার ফের মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বিগত দুই মাসে এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন সফর হতে চলেছে আসিম মুনিরের।
সূত্রের খবর, ফের মার্কিন সফরে যাচ্ছেন আসিম মুনির। চলতি মাসেই তিনি ওয়াশিংটনে যাচ্ছেন। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কম্যান্ড কম্যান্ডার জেনারেল মাইকেল কুরিলার ফেয়ারওয়েলে যোগ দিতে যাবেন তিনি।
উল্লেখ্য, আমেরিকার ৪ স্টার আর্মি জেনারেল মাইকেল কুরিলা। মধ্য প্রাচ্যে আমেরিকার মিলিটারি অ্যাকশন দেখভালের দায়িত্বে ছিলেন কুরিলা। সন্ত্রাসবাদ দমনে তিনি পাকিস্তানকে ‘অসাধারণ সঙ্গী’ বলেও অ্যাখ্যা দিয়েছিলেন সম্প্রতি। আমেরিকার গোয়েন্দা বাহিনীর সাহায্য নিয়ে আইসিস-খোরেসানের ৫ জঙ্গিকে পাকিস্তান গ্রেফতার করায় তাদের ভূয়সী প্রশংসা করেছিলেন। সেই সময়ই তিনি বলেছিলেন যে ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা জরুরি।
যেখানে পহেলগাঁও জঙ্গি হামলার পর সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে, সেখানেই আমেরিকার প্রকাশ্যে এভাবে পাকিস্তানের প্রশংসা এবং তাদের সঙ্গে বাণিজ্যচুক্তি করা -এই বিষয়টিকে ভাল চোখে দেখছে না নয়া দিল্লি।
এর আগে জুন মাসেই ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে বিশেষ মধ্যাহ্নভোজে গিয়েছিলেন পাকিস্তানের সেনা প্রধান। ইতিহাসে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে এড়িয়ে কোনও সেনা প্রধানের সঙ্গে এভাবে সাক্ষাৎ করেন। এরপর পাকিস্তান ট্রাম্পের নাম নোবেল শান্তি প্রাইজের জন্য মনোনীত করে।

