ইসলামাবাদ: শিক্ষা প্রতিষ্ঠানে আর খেলা যাবে না ‘হোলি’ বা ‘দোল’। বুধবার (২১ জুন), পাকিস্তানের উচ্চ শিক্ষা কমিশন এই বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী পাক বিশ্ববিদ্যালয়গুলিতে রঙের উৎসব উদযাপন নিষিদ্ধ। শুধু দোলই নয়, কার্যত ইসলামী পরব ছাড়া ক্যাম্পাসে আর কোনও উৎসব পালন করা যাবে না বলে সাফ জানিয়ে জিল কমিশন। প্রসঙ্গত, গত ১২ জুন ইসলামাবাদের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ে বড় করে দোল উদযাপন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপর ১০ দিন যেতে না যেতেই এই বিজ্ঞপ্তি জারি করল উচ্চ শিক্ষা কমিশন। শিক্ষার্থীদের মধ্যে যাতে ‘সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ’ তৈরি হয়, সেই লক্ষ্যেই এই উত্সব উদযাপন নিষিদ্ধ করা হয়েছে বলে, জানিয়েছে কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই ধরনের কর্মকাণ্ড দেশের আর্থ-সামাজিক মূল্যবোধের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং দেশের ইসলামিক পরিচয়ের অবক্ষয় ঘটায়।”
Pakistan’s Higher education council Bans celebration of Holi and other Hindu festivals across Universities in the country to save Islamic identity and image of the Islamic Republic of Pakistan. pic.twitter.com/OpUt4r0uP9
— Megh Updates ?™ (@MeghUpdates) June 21, 2023
তবে, সাংস্কৃতিক, জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য যে একটি অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল সমাজ গঠন করতে সহায়ক হয়, তা মেনে নিয়েছে পাক উচ্চ শিক্ষা কমিশন। কমিশনের বলেছে, “এই সত্যটি অস্বীকার করার জায়গা নেই।” তবে তাদের মতে, অন্য ধর্মবিশ্বাসকে সম্মান করার সময় পরিমিতি বোধ থাকা উচিত। বাড়াবাড়ি করা উচিত নয়। কমিশনের মতে, নিজ নিজ স্বার্থ সিদ্ধি করার জন্য সমাজের একাংশ শিক্ষার্থীদের ব্যবহার করছে। এই সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হতে হবে। কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ে দোল উৎসব উদযাপন সম্পর্কে কমিশন বলেছে, “এক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এই ভিডিয়োগুলি ব্যাপক প্রচারিত হয়েছে। এর ফলে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এই ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।” আর তাই শিক্ষার্থীদের ‘দেশের পরিচয় এবং সামাজিক মূল্যবোধের সাথে অসঙ্গতিপূর্ণ’ অনুষ্ঠান আয়োজন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Holi celebrations in Quaid-I-Azam University Islamabad Pakistan ?
Biggest holi celebration in Pakistan ? pic.twitter.com/xdBXwYEglt— QAU News (@NewsQau) June 13, 2023
Happy Holi ? ?
Biggest Holi celebrations at Quaid-i-Azam University Islamabad Pakistan ? pic.twitter.com/ZciVSyctuI— QAU News (@NewsQau) June 13, 2023
Pushtoon cultural dance during celebrations at Quaid-i-Azam University Islamabad ? ? #Holi #QAU_Islamabad pic.twitter.com/nA6whyNkME
— QAU News (@NewsQau) June 15, 2023
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে, ইসলামাবাদের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ে বিশাল করে দোল উৎসব উদযাপন করা হয়েছিল। সাধারণত দোল উৎসব মার্চ মাসে হয়। কিন্তু, এই বছর সেই সময় পাকিস্তানি বিশ্বদ্যালয়টি বন্ধ ছিল। তাই, ১২ জুন ক্যাম্পাসে দোল উদযাপনের আয়োজন করেছিল, ‘মেহরান স্টুডেন্টস কাউন্সিল’ নামে বিশ্ববিদ্যালয়ের এক অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন। সেই উদযাপনের বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই সব ভিডিয়োগুলিতে, হাজার হাজার ছাত্রছা্ত্রীকে রঙের উৎসবে মেতে উঠতে দেখা গিয়েছে। ধর্ম, বর্ণ, লিঙ্গ, সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে রঙ খেলতে দেখা গিয়েছে শিক্ষার্থীদের। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োগুলি উচ্চ প্রশংসা পেয়েছিল।
পাক কর্তৃপক্ষ যে বিষয়টি ভালভাবে নেয়নি, তা উচ্চ শিক্ষা কমিশনের এদিনের বিজ্ঞপ্তিতেই স্পষ্ট। বস্তুত, গত কয়েক বছর ধরে পাকিস্তানে ক্রমে দাপট বাড়ছে কট্টরপন্থীদের। গত মার্চে পঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দোল উদযাপন করার সময় ছাত্রছাত্রীদের উপর চড়াও হয়েছিল একটি কট্টরপন্থী ছাত্র সংগঠন। হামলায় অন্তত ১৫ জন সংখ্যালঘু ছাত্র আহত হয়েছিলেন।