Pakistan Fuel Price Hike: দেশের ভাঁড়ে মা ভবানী, রেকর্ড হারে পেট্রোল-ডিজেলের দাম বাড়াল পাকিস্তান

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 16, 2023 | 11:03 AM

Pakistan Financial Crisis: অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মিনি বাজেটে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের জেরে পাকিস্তানের মূল্যবৃদ্ধির হার আরও বৃদ্ধি পাবে।

Pakistan Fuel Price Hike: দেশের ভাঁড়ে মা ভবানী, রেকর্ড হারে পেট্রোল-ডিজেলের দাম বাড়াল পাকিস্তান
পাকিস্তানের পেট্রোল পাম্পে লাইন।

Follow Us

ইসলামাবাদ:  আর্থিক দেনার দায়ে ধুঁকছে পাকিস্তান(Pakistan)। দুরাবস্থা থেকে মুক্তি পাওয়ার আপাতত কোনও উপায়ও দেখছে না। কারণ আর্থিক ঋণ দেওয়া থেকে প্রায় মুখ ফিরিয়ে নেওয়ার উপক্রম আন্তর্জাতিক অর্থ ভান্ডারের(International Monetary Fund)। আইএমএফ কর্তাদের খুশি করতেই মিনি বাজেট পেশ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। প্রথম মিনি বাজেট পেশ করার পরই রেকর্ড হারে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল (Petrol-Diesel Price Hike)। বুধবার রাতেই দাম বাড়ানো হল পাকিস্তানের পেট্রোল-ডিজেলের। জানা গিয়েছে, পাকিস্তানের মিনি বাজেটে (Mini Budget) পেট্রোলের দাম ২২ টাকা ২০ পয়সা বাড়ানো হয়েছে। এরফলে পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের দাম ২৭২ টাকা বেড়ে দাঁড়াল। দাম বেড়েছে ডিজেলেরও। ১৭ টাকা ২০ পয়সা দাম বাড়ানো হয়েছে ডিজেলের। এরফলে প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে দাঁড়াল ২৮০ টাকায়। লাইট ডিজেলের দাম ৯ টাকা ৬৮ পয়সা বাড়ানোয়, নতুন দাম লিটার প্রতি ১৯৬ টাকা ৬৮ পয়সায় বেড়ে দাঁড়াল।

পাকিস্তান প্রশাসনের তরফে জানানো হয়েছে, বুধবার রাত ১২টা থেকেই এই নতুন দাম কার্যকর হবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মিনি বাজেটে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের জেরে পাকিস্তানের মূল্যবৃদ্ধির হার আরও বৃদ্ধি পাবে। এই মূল্যবৃদ্ধির হার  বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই ৩৩ শতাংশ অবধি পৌছতে পারে। যদি আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ আর্থিক ঋণ দিতে রাজি হয়, তবুও এই সঙ্কট থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, পাক সরকারের দাবি, মিনি বাজেটের মাধ্যমে সরকার বাজেটে ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে এবং কর আদায়ের পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

পাকিস্তানের ফেডেরাল বোর্ড অব রেভেনিউয়ের তরফে জানানো হয়েছে, জেনারেল সেলস ট্যাক্সের হার ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হচ্ছে। করের মাধ্যমে ১১৫ বিলিয়ন রুপি আদায়ের লক্ষ্যেই  জিএসটির হার বাড়ানো হয়েছে। বাকি ৫৫ বিলিয়ন রুপি ফিন্যান্স সাপ্লিমেন্টারি বিল ২০২৩ বা মিনি বাজেটের অন্যান্য ঘোষণার মাধ্যমে আদায় করা হবে বলে জানানো হয়েছে।
Next Article