Pakistan Crisis: চলবে না ফেসবুক-হোয়াটসঅ্যাপ, এই মাস থেকেই পাকিস্তানে বন্ধ হয়ে যাবে ইন্টারনেট পরিষেবা!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 02, 2022 | 8:38 AM

Pakistan Crisis: বৃহস্পতিবারই পাকিস্তানের ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ডের তরফে টুইটে বলা হয়, "পাকিস্তানর টেলিকম অপারেটর মোবাইল পরিষেবা ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়া নিয়ে সতর্ক করেছেন।"

Pakistan Crisis: চলবে না ফেসবুক-হোয়াটসঅ্যাপ, এই মাস থেকেই পাকিস্তানে বন্ধ হয়ে যাবে ইন্টারনেট পরিষেবা!
প্রতীকী চিত্র

Follow Us

ইসলামাবাদ: চরম সঙ্কটের মুখে পড়েছে ভারতের প্রতিবেশী দেশ। একদিকে যেমন চরম আর্থিক সঙ্কট দেখা দিয়েছে, তেমনই আবার ভয়ঙ্কর আকার ধারণ করেছে বিদ্যুৎ সঙ্কট। এই সঙ্কটের জেরেই এবার পাকিস্তানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ হওয়ার মুখে। সে দেশের টেলিকম অপারেটররা জানিয়েছেন, বিদ্যুৎ সঙ্কট এতটাই চরম আকার ধারণ করেছে যে মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হতে পারে।

বৃহস্পতিবারই পাকিস্তানের ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ডের তরফে টুইটে বলা হয়, “পাকিস্তানর টেলিকম অপারেটর মোবাইল পরিষেবা ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়া নিয়ে সতর্ক করেছেন। দেশজুড়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার কারণে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে।”

এদিকে, সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে, জুলাই মাসে দেশে লোডশেডিংয়ের হার আরও বাড়তে পারে। যে পরিমাণ তরল প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন, তা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না পাকিস্তান। সেই কারণেই এই বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে। তবে সরকার চেষ্টা করছে যে দ্রুত যাতে চুক্তি করা যায় এবং পরিষেবা আগের মতো স্বাভাবিক করা যায়।

উল্লেখ্য, জুন মাসেই পাকিস্তানের মাসিক জ্বালানির আমদানি সর্বনিম্ন হারে পৌঁছয়। প্রচন্ড গরমের কারণে বিদ্যুতের বিপুল চাহিদা থাকলেও, পাকিস্তান এলএনজি কেনার মতো পর্যাপ্ত অর্থ জোগাড় করতে পারছে না। জুলাই মাসেও যে টেন্ডার ডাকার কথা ছিল, তাও আর্থিক সঙ্কটের জেরে বাতিল করে দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সঙ্কটের জেরে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তান সরকার। যাবতীয় সরকারি অফিসে কাজের সময়সীমা কমিয়ে সপ্তাহে চারদিন করে দেওয়া হয়েছে। একাধিক শপিং মলকেও বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিক দেশের কাছ থেকে ঋণ নিলেও, তা সঠিক সময়ে পরিশোধ করতে পারেনি পাকিস্তান। সেই কারণেই আর্থিক দেনায় ডুবে গিয়েছে ভারতের প্রতিবেশী দেশ।

Next Article