Shehbaz Sharif: ‘কারোর উপর প্রতিশোধ নেব না’, ইমরান ‘আউট’ হতেই ‘সুইং’ শাহবাজের
Shehbaz Sharif: ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদি থেকে সরানোর পরই রবিবার ভোররাতে টুইট করে দেশবাসীকে অভিনন্দন জানান শাহবাজ শরিফ। তিনি দাবি করেন, টানা নাটকীয়তার পর পাকিস্তান গুরুতর সঙ্কট থেকে রক্ষা পেয়েছে।
ইসলামাবাদ: আস্থাভোটে গদিচ্যুত হয়েছেন ইমরান খান (Imran Khan)। ঠিক তারপরই দেশজুড়ে জল্পনা শুরু হয়েছে নতুন প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে। বর্তমানে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (PML-N)-র প্রধান শাহবাজ শরিফ(Shehbaz Sharif)-র নামই প্রধানমন্ত্রী হিসাবে সবার প্রথমে উঠে এসেছে। সূত্রের খবর, সদ্য প্রাক্তন বিরোধী দলনেতাই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। শনিবার মধ্য রাতে আস্থাভোট শেষ হওয়ার পরই পাকিস্তান জাতীয় সংসদের স্পিকার শাহবাজ শরিফ তাঁকে অভিনন্দন জানান। এরপরই জল্পনা আরও বাড়ে।
ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদি থেকে সরানোর পরই রবিবার ভোররাতে টুইট করে দেশবাসীকে অভিনন্দন জানান শাহবাজ শরিফ। তিনি দাবি করেন, টানা নাটকীয়তার পর পাকিস্তান গুরুতর সঙ্কট থেকে রক্ষা পেয়েছে। তিনি বলেন, “অবশেষে গতকাল রাতে গোটা দেশ ও সংসদ চরম সঙ্কট থেকে মুক্তি পেল। নতুন অধ্যায় শুরু হওয়ার জন্য পাকিস্তানকে অনেক অভিনন্দন।”
الّلہ تعالٰی نے رمضان کے مبارک ماہ میں اس قوم پر اپنی خصوصی رحمتیں نازل فرمائیں۔ الحمدالّلہ، وطن عزیز اور پارلیمنٹ کا ایوان، آخرِ شب ایک سنگین بحران سے آزاد ہوا۔ پاکستانی قوم کو ایک نئی سحر اور سحری مبارک ہو۔ الّلہ تعالٰی ، پاکستان اور آپ سب کا حامی و ناصر ہو، آمین!
— Shehbaz Sharif (@CMShehbaz) April 9, 2022