Pakistan: পাক পার্লামেন্টে বারবার ভারতের প্রসঙ্গ, অস্বস্তি কিছুতেই পিছু ছাড়ছে না শরিফদের
পাক সংবাদপত্র দ্য নেশনের প্রতিবেদনে দাবি, কাশ্মীরকে নতুন করে সন্ত্রাসের হটস্পট করতে একটি মাস্টার প্ল্যান তৈরির নির্দেশও দিয়েছেন পাক সেনাপ্রধান। যার প্রতিফলন ইতিমধ্যেই স্পষ্ট।
পাকিস্তান: কাশ্মীরকে কেন্দ্র করে সব কুকীর্তি আর চক্রান্তের মূল্য পাকিস্তানকে চোকাতে হয়েছে ও চোকাতে হবে। ভারতের এই অবস্থান প্রথম থেকেই স্পষ্ট। পাকিস্তান আগেও যা ছিল, এখনও তাই। দেশে প্রবল অর্থসঙ্কট। বেসরকারি লগ্নি হচ্ছে না। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে পাকিস্তানে বেসরকারি লগ্নি কমেছে ১৯ শতাংশ। বেসরকারি লগ্নির বাড়ানোর আবেদন নিয়ে পাক কর্পোরেট জগতের দ্বারস্থ হয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে এমন একটা প্রসঙ্গ শুনতে হবে, পাক প্রধানমন্ত্রী সম্ভবত ভাবেননি।
পাকিস্তানের শিল্প মহল বলছে, ভারতের সঙ্গে সম্পর্ক ভাল রাখতে হবে! এএইচ গ্রুপের চেয়ারম্যান আরিফ হাবিব বলেন, আমাদের প্রতিবেশীর দিকে হাত বাড়াতেই হবে। আমরা এই কাজ শুরু করেছি। বিশেষত ভারতের সঙ্গে সম্পর্ক ভাল হওয়া প্রয়োজন। আরিফ হাবিব গ্রুপ ছাড়াও ওই বৈঠকে আরও ৬টি শিল্পগোষ্ঠী ভারতের সঙ্গে বাণিজ্য ফের চালু করার পক্ষে সওয়াল করেন। পাক প্রধানমন্ত্রী কোনও আশ্বাস দিতে পারেননি, কারণ বল তাঁর কোর্টে নেই। আর সেটা স্পষ্ট হতে বেশি সময় লাগেওনি।
শাহবাজ শরিফ যখন শিল্পমহলের থেকে ভারতের প্রসঙ্গ শুনছেন, তখন পাক বায়ুসেনার পাসিং আউট প্যারেড থেকে কাশ্মীর নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন পাক সেনাপ্রধান। ৩৭০ ধারা বিলোপের পর জম্মু-কাশ্মীরে ভোটপর্ব নির্বিঘ্নে মিটে যাওয়া পাক সেনার কাছে বড় ধাক্কা। পাক সংবাদপত্র দ্য নেশনের প্রতিবেদনে দাবি, কাশ্মীরকে নতুন করে সন্ত্রাসের হটস্পট করতে একটি মাস্টার প্ল্যান তৈরির নির্দেশও দিয়েছেন পাক সেনাপ্রধান। যার প্রতিফলন ইতিমধ্যেই স্পষ্ট।
ভোটের মুখে দেশে ফেরার পর ভারতের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছিল পিএমএলএন নেতা নওয়াজ শরিফকে। একটি ভাইরাল ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ভারত চাঁদে পৌঁছে গিয়েছে, আর আর্থিক অনুদান চেয়ে দেশে দেশে ঘুরছি। নতুন সরকার গঠিত হওয়ার পরও পাক সংসদে বারবার ঘুরে-ফিরে আসছে ভারতের প্রসঙ্গ
পাকিস্তান বিশেষজ্ঞ তিলক দেবেশ্বর হিসাব কষে দেখিয়েছেন, ২০২৪ সালে দ্বিতীয় শাহবাজ শরিফ জমানায় পাক সংসদের অধিবেশনে ২৬ বার উঠেছে ভারতের প্রসঙ্গ। গত ১২ মাসে ভারতকে নিয়ে ৫টি অভিযোগ, ৩ বার সাধারণ সভায় প্রস্তাব আনার চেষ্টা হয়েছে।
রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রাক্তন প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিনের বক্তব্য, পাকিস্তানকে নিয়ে চিন্তাভাবনা অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছে ভারত। বর্তমান বিশ্বে পাকিস্তান গুরুত্বহীন এক দেশ। ভারত না ভাবলেও পাকিস্তান ভাবনা ছাড়তে পারছে কই?