Donald Trump: ‘জয়ের পর ট্রাম্পের কাছে আসা প্রথম তিন ফোনের একটি ছিল মোদীজির’, বিশ্বজোড়া ‘উদ্বেগের’ মধ্যে জয়শঙ্কর বলছেন ‘আশার কথা’
Donald Trump: আমেরিকার ফল নিয়ে যে ভারত একেবারেই চিন্তিত নয় তার জন্য অবশ্য ভারতের নিজের লাগাতার উন্নতির কথাও বলছেন বিদেশ মন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্যই হচ্ছে অর্থনীতির উন্নতির উপর জোর দেওয়া। সে ক্ষেত্রে আমেরিকা কতটা ‘অনুঘটকের’ কাজ করে এখন সেটাই দেখার।
ফের মসনদে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। তাতেই তুমুল চর্চা গোটা বিশ্বজুড়ে। কেউ হাসছেন, কারও কপালে চিন্তার ছাপ স্পষ্ট। কিন্তু ভারত কী ভাবছে? বিদেশমন্ত্রী বলছেন, চিন্তার কোনও কারণ নেই। অন্য বেশ কিছু দেশ ট্রাম্পের জয় নিয়ে চিন্তিত হলেও ভারত সেই তালিকায় নেই। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্কের কথাও মনে করাতে ভুললেন না। সাফ বললেন, ‘ভোটে জেতার পর প্রথম যে তিন ফোন ট্রাম্প ধরেছিলেন তার মধ্যে একটা মোদীর ছিল’। কারণ হিসাবে অবশ্যই মোদীর সঙ্গে পূর্ববর্তী সমস্ত মার্কিন প্রেসিডেন্টের সুসম্পর্কের কথা বলছেন জয়শঙ্কর। স্পষ্ট বলছেন, এ ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না।
প্রসঙ্গত, ট্রাম্পের জয়ের পর বর্তমানে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে তা নিয়ে ভারতের পাশাপাশি চর্চা চলছে গোটা বিশ্বেই। বিশেষ চর্চা এশিয়ার দেশগুলির মধ্যে। যদিও জয়শঙ্করের মতো নেতাদের মতে ট্রাম্পের পালে হাওয়া মানে আসলে ভারতেরই ‘লাভ’। ভারত-আমেরিকার সম্পর্ক ভালই ছিল, নতুন করে ট্রাম্প জমনায় তা যে আরও উন্নত হবে তা বলার অপেক্ষা রাখে না।
আমেরিকার ফল নিয়ে যে ভারত একেবারেই চিন্তিত নয় তার জন্য অবশ্য ভারতের নিজের লাগাতার উন্নতির কথাও বলছেন বিদেশ মন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্যই হচ্ছে অর্থনীতির উন্নতির উপর জোর দেওয়া। সে ক্ষেত্রে আমেরিকা কতটা ‘অনুঘটকের’ কাজ করে এখন সেটাই দেখার। এদিকে সামনেই কোয়াড বৈঠক। শোনা যাচ্ছে সব ঠিকমতো চললে সেখানেই ট্রাম্পের সঙ্গে দেখা হতে পারে মোদীর।