Balurghat Fire: ঘরে লাগল আগুন, ব্লাস্ট সিল্ডিন্ডারও, আহত একাধিক
Balurghat: সোমবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। ঠিক কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল ও বালুরঘাট থানার পুলিশ।

বালুরঘাট: উনুনের আগুনে পুড়ল গোটা বাড়ি। সেই আগুনের জেরে বিস্ফোরণ ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে। আর এতেই ঘটল ভয়ঙ্কর বিপদ। যাঁরা আগুন নেভাতে এসেছিলেন তাঁরাও ঝলসে গেলে। সব মিলিয়ে পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের মধ্যেই একই পরিবারের তিনজন রয়েছে বলে জানা যাচ্ছে। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ওই আহত পাঁচজনকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। যদিও বর্তমানে চারজন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়এছে বালুরঘাট দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন।
সোমবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। ঠিক কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল ও বালুরঘাট থানার পুলিশ। এদিকে খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে যান বালুরঘাট ব্লকের বিডিও সম্বল ঝাঁ ও বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার। তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
পুলিস সূত্রে খবর, দুর্গাপুরের বাসিন্দা বাসন্তী সাউ। তাঁর স্বামী নেই। ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। সোমবার দুপুরে হঠাৎ তাঁদের বাড়িতে আগুন লেগে যায় বলে খবর। যে সময় ঘটনাটি ঘটেছে, সেই সময় তাঁরা ঘরেই বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় আগুন লাগে। টিনের ছাউনি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সমস্ত ঘরে৷ সব মিলিয়ে দুই থেকে আড়াই লক্ষ টাকার জিনিস পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। বাড়ির মালিক বাসন্তী সাউ বলেন, “আমরা ঘরে বিশ্রাম করছিলাম। কিন্তু হঠাৎ ব্লাস্ট হয়। বুঝতে পারছি না কীভাবে হয়েছে।”





