IPL 2025, MI vs RCB: ছয় মেরে স্বাগত জানালেন বিরাট, বুমরার প্রত্যাবর্তনে আরসিবির বিশাল স্কোর
IPL 2025, Mumbai Indians vs Royal Challengers Bengaluru: বুমরাকে অবশ্য নতুন বল দেননি ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। বোলিংয়ে ওপেন করেন মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্ট। বাউন্ডারি মেরে শুরু করলেও দ্বিতীয় ডেলিভারিতেই বোল্ড সল্ট। এরপর বিরাট কোহলির প্রবেশ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হল জসপ্রীত বুমরা। স্বাভাবিক ভাবেই নজর ছিল বুমরা বনাম বিরাট কোহলি দ্বৈরথে। দুই কিংবদন্তিকে ঘিরে আকর্ষণ তুঙ্গে। বুমরাকে অবশ্য নতুন বল দেননি ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। বোলিংয়ে ওপেন করেন মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্ট। বাউন্ডারি মেরে শুরু করলেও দ্বিতীয় ডেলিভারিতেই বোল্ড সল্ট। এরপর বিরাট কোহলির প্রবেশ।
প্রথম পরিবর্ত হিসেবে বোলিংয়ে আসেন জসপ্রীত। তাঁকে ফেস করা প্রথম ডেলিভারিতেই ছয় মেরে স্বাগত জানান বিরাট কোহলি। ম্যাচে অবশ্য বুমরা দুর্দান্ত বোলিং করেছেন। তবে বিরাট-দেবদত্ত, রজত পাতিদার এবং শেষ দিকে জীতেশ শর্মার তাণ্ডব। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঁচ উইকেট হারিয়ে ২২১ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি ৪২ বলে ৬৭ রান করেন। এর মধ্যে আটটি বাউন্ডারি এবং দুটো ছয়।
ইনিংস ব্রেকে কিং কোহলি বলেন, ‘দ্বিতীয় বলেই উইকেট হারিয়ে একটু চাপ ছিল। পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। শুরুতে বলের স্পর্শ বোঝার চেষ্টা করি, পরিস্থিতি অনুযায়ী গিয়ার শিফ্ট করি। এখানেও সেটাই করেছি। শুরুটা সতর্ক করেছি। দেবদত্তর সঙ্গে জুটি গড়তে পেরেছি। রজত দুর্দান্ত খেলেছে, যেমনটা ও করে থাকে। উইকেট না পড়ায় ওদের স্পিনাররা চাপে পড়েছে। সেটার সুযোগ আমরা নিতে পেরেছি। হয়তো ১৫-২০ রান বেশি যোগ করা গিয়েছে।’
Banter amidst the Battle 💙❤
Jasprit Bumrah 🤝 Virat Kohli
Updates ▶ https://t.co/Arsodkwgqg#TATAIPL | #MIvRCB | @Jaspritbumrah93 | @imVkohli pic.twitter.com/1gmJc9298b
— IndianPremierLeague (@IPL) April 7, 2025





