AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Imran Khan on India: ভূতের মুখে রামনাম! আস্থা ভোটের আগেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইমরান

Imran Khan on India: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ভারত কোনও দেশের পক্ষ না নিয়ে, নিজেদের যে নিরপেক্ষ মত ও অবস্থান প্রকাশ করেছে, তার প্রশংসাও করেন ইমরান।

Imran Khan on India: ভূতের মুখে রামনাম! আস্থা ভোটের আগেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইমরান
ভারত প্রসঙ্গে কী বললেন ইমরান?
| Edited By: | Updated on: Apr 09, 2022 | 7:30 AM
Share

ইসলামাবাদ: নিজের গদি টলমল। আজ আস্থা ভোটেই ভাগ্য নির্ধারণ হবে পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)। তারই আগে তাঁর মুখে শোনা গেল ভারতের (India) প্রশংসা। কাশ্মীর থেকে শুরু করে আন্তর্জাতিক সীমান্ত, যাবতীয় বিষয় নিয়েই যেখানে বারংবার বিরোধে উসকানি দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, এবার তাঁর মুখে শোনা গেল ভারতের বিদেশনীতির গুণগান। শুক্রবার বিকেলে জাতির উদ্দেশে ভাষণ রাখতে গিয়েই ইমরান খান বলেন, “ভারত একটি আত্মসম্মানপূর্ণ দেশ। কোনও শক্তিধর ক্ষমতা তাদের নীতি নির্ধারণ করে দিতে পারে না।”

আজ, শনিবারই পাকিস্তানের জাতীয় সংসদে আস্থা ভোট হতে চলেছে। পাটিগণিতের হিসাব বলছে ভোটাভুটিতে ইমরানের হারের সম্ভাবনাই প্রবল। এই পরিস্থিতিতে গদি বাঁচাতে শুক্রবারই জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। একদিকে যেমন ফের একবার বিদেশি চক্রান্তের অভিযোগ করেছেন, তেমনই আবার ভারতের দৃঢ় অবস্থান ও বিদেশনীতির প্রশংসা করেন তিনি। জাতির উদ্দেশে ভাষণে ইমরান বলেন, “ভারত নিজের উপর অত্যন্ত গর্বিত। কোনও বিশাল শক্তিধর ক্ষমতা তাদের নির্দেশ বা পরিচালন করতে পারে না।”

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ভারত কোনও দেশের পক্ষ না নিয়ে, নিজেদের যে নিরপেক্ষ মত ও অবস্থান প্রকাশ করেছে, তার প্রশংসাও করেন ইমরান। তিনি বলেন, “সাধারণ মানুষের স্বার্থের কথা উল্লেখ করে ভারত যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কোনও পক্ষ নিতে অস্বীকার করে, তখন কোনও দেশ তার বিরুদ্ধে কথা বলতে পারেনি। ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তানের উপরে ক্রমাগত চাপ সৃষ্টি করছিল যাতে রাশিয়ার বিরুদ্ধে কথা বলা হয়। কিন্তু ভারতের বিরুদ্ধে তারা একটি কথাও বলতে পারেননি, কারণ ভারত একটি সার্বভৌম্য দেশ।”

তিনি আরও বলেন, “আমার রাশিয়া সফর নিয়েও অখুশি ছিল আমেরিকা। বন্ধু দেশ হওয়া সত্ত্বেও ওই পশ্তিমী দেশ পাকিস্তানের উপরে ৪০০ বার ড্রোন হামলা চালিয়েছে এবং ক্রমাগত বিরোধী দলগুলির সঙ্গে হাত মিলিয়ে আমার সরকারের বিরুদ্ধে চক্রান্ত করেছে।”

পাকিস্তানকেও পরোক্ষে ভারতের নীতি অনুসরণ করার পরামর্শ দিয়ে প্রাক্তন ক্রিকেটার বলেন, “আমরা টিস্যু পেপার নই যে ব্যবহার হলে গেলে ছুঁড়ে ফেলে দাও। নিজের পায়ে দাঁড়ান, প্রতিবাদ করুন। নিজেদের স্বাধীনতাকে রক্ষা করুন। এই নাটকের প্রতিবাদ করতেই হবে। আমরা এই কারণে আত্মত্যাগ করিনি যাতে বিদেশি সরকার এখানে এসে বসতে পারে।”

আরও পড়ুন: Imran Khan: আজই ভাগ্যপরীক্ষা ইমরানের, গদি বাঁচাতে সার্বভৌমত্বের বুলি ‘কাপ্তানে’র মুখে!