Bangladesh: পাকিস্তান থেকে ফোন গেল ঢাকায়! তলে তলে ‘ঘুঁটি সাজালেন’ শরিফ-ইউনূস

Avra Chattopadhyay |

Mar 31, 2025 | 4:28 PM

Bangladesh: আগামী মাসের শেষের দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী যাবেন বাংলাদেশ সফরে। জানা গিয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতেই এই সফরনামা আয়োজন করা হয়েছে।

Bangladesh: পাকিস্তান থেকে ফোন গেল ঢাকায়! তলে তলে ঘুঁটি সাজালেন শরিফ-ইউনূস
প্রতীকী ছবি
Image Credit source: Getty Image | X

Follow Us

ঢাকা: তলে তলে মিলে যাচ্ছে ঘুঁটি। ইদের দিনে শুভেচ্ছা যাপন করে তৈরি হয়ে গেল ‘সফরনামা’। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনেই কথা হল বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের।

জানা গিয়েছে, এদিনের ফোনালাপে অনেক ক্ষণই কথা বার্তা হয় দুই রাষ্ট্র প্রধানের মধ্য়ে। ফোন কাটতেই এই প্রসঙ্গে সমাজমাধ্যম এক্স সাবেক টুইটারে একটি পোস্ট করেন পাকিস্তানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি লেখেন, ‘অধ্যাপক তথা প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে অনেকটা সময় ফোনে কথা হয়েছে। ওনাকে ইদের শুভেচ্ছা জানিয়েছি। আগামী দিনে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে মাইলেজ পাবে বলেই আমি আশাবাদী। পাশাপাশি, ওনাকে (পড়ুন ইউনূসকে) তাঁর নিজের সুবিধা মতো পাকিস্তানে আসার জন্যও আমন্ত্রণ পাঠিয়েছি।’

আগামী মাসের শেষের দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী যাবেন বাংলাদেশ সফরে। জানা গিয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতেই এই সফরনামা আয়োজন করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী শরিফের মুখে উঠে এল সেই যাত্রার কথাও।

প্রসঙ্গত, মিশরে আয়োজিত ডি ৮ সামিটে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মহম্মদ ইউনূস। তদারকি সরকার গঠনের পর থেকেই অতীত ভুলে ওই দেশের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোয় মন দিয়েছে তাঁর সরকার। এমনকি, মিশরের সেই বৈঠকে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে একাত্তর স্মৃতি ভুলে সমস্ত দ্বন্দ্ব সমাধানের পথে নামার কথাও বলেন ইউনূস।

Next Article