AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan PM Shehbaz Sharif: ‘মিস্টার প্রাইম মিনিস্টার ভারত তো…’, ঠিক রাত আড়াইটেয় বেজে ওঠে শেহবাজ শরিফের ফোন, তারপর…

Operation Sindoor: ইসলামাবাদে পাকিস্তান মনুমেন্টে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই শেহবাজ শরিফ বলেন যে ভারত অপারেশন সিঁদুর শুরু করার কয়েক মিনিট বাদেই তাঁকে ফোন করে সেই অভিযানের কথা জানিয়েছিলেন।

Pakistan PM Shehbaz Sharif: 'মিস্টার প্রাইম মিনিস্টার ভারত তো...', ঠিক রাত আড়াইটেয় বেজে ওঠে শেহবাজ শরিফের ফোন, তারপর...
রাত আড়াইটেয় পাক প্রধানমন্ত্রীকে অপারেশন সিঁদুরের খবর দেন আসিম মুনির।Image Credit: TV9 বাংলা
| Updated on: May 17, 2025 | 9:21 AM
Share

ইসলামাবাদ: ‘অপারেশন সিঁদুর’-এ কেঁপে গিয়েছিল পাকিস্তান। তা স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। নিজেই জানালেন, ৭ মে রাত আড়াইটের সময় সেনা প্রধান আসিম মুনির ফোন করে জানিয়েছিলেন সেনা ঘাঁটিতে হামলা হয়েছে।

ইসলামাবাদে পাকিস্তান মনুমেন্টে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই শেহবাজ শরিফ বলেন যে ভারত অপারেশন সিঁদুর শুরু করার কয়েক মিনিট বাদেই তাঁকে ফোন করে সেই অভিযানের কথা জানিয়েছিলেন। শেহবাজ বলেন, “জেনারেল মুনির ব্যক্তিগতভাবে আমায় রাত আড়াইটের সময় ফোন করে এয়ার স্ট্রাইকের কথা জানান। বলেন, মিস্টার প্রাইম মিনিস্টার, ভারত ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছে।একটা নুর খান এয়ারপোর্টে পড়েছে। আরও কয়েক জায়গায় হামলা হয়েছে। অত্যন্ত উদ্বেগের মুহূর্ত ছিল ওটা।”

তিনি আরও বলেন, “ফজরের (নমাজ) পর আমি সাঁতার কাটছিলাম, সঙ্গে সিকিওর ফোন ছিল। দ্বিতীয়বার ফোন বাজল-জেনারেল মুনির ফোনে ছিলেন। তিনি জানালেন ভারতের আক্রমণের প্রত্যাঘাত করেছে পাকিস্তান।”

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ভয়ের কথা আবার শেয়ার করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন, “প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজে স্বীকার করছেন যে জেনারেল আসিম মুনির রাত আড়াইটের সময় ওনাকে ফোন করে জানিয়েছিলেন ভারত নুর খান এয়ারবেস ও অন্যান্য জায়গায় হামলা চালিয়েছে। এটা বুঝুন, প্রধানমন্ত্রীকে মাঝ রাতে ঘুম থেকে ওঠানো হয়েছিল পাকিস্তানে এয়ার স্ট্রাইকের খবরে। এতেই অপারেশন সিঁদুরের প্রভাব বোঝাচ্ছে।”