Pak PM On India : ‘হিন্দুস্তান কো দাদ দেতা হুঁ’, গদি নিয়ে টানাটানির মাঝেই পাক প্রধানমন্ত্রী ইমরানের গলায় ‘ভারত স্তুতি’

Pak PM On India : ইমরানের গলায় শোনা গেল ভারতের প্রশংসা। ভারতের বিদেশ নীতির প্রশংসা করে এদিন ইমরান বলেছেন, ‘ভারতের বিদেশ নীতি ভারতীয়দের জন্য।’

Pak PM On India : ‘হিন্দুস্তান কো দাদ দেতা হুঁ’, গদি নিয়ে টানাটানির মাঝেই পাক প্রধানমন্ত্রী ইমরানের গলায় ‘ভারত স্তুতি’
ইমরান খান, ছবি: সংবাদ সংস্থা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2022 | 12:04 PM

ইসলামাবাদ : নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিরোধী দলের জোট তাঁর গদি ধরে টানাটানি করছে। আর এরই মাঝে আজ ইমরানের গলায় শোনা গেল ভারতের প্রশংসা। ভারতের বিদেশ নীতির প্রশংসা করে এদিন ইমরান বলেছেন, ‘ভারতের বিদেশ নীতি ভারতীয়দের জন্য।’ আজ মালাকান্দে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে খান বলেন, ‘ম্যায় আজ হিন্দুস্তান কো দাদ দেতা হুঁ (আমি আজ ভারতকে অভিবাদন জানাই)। ভারত সবসময় একটি স্বাধীন বিদেশ নীতি বজায় রেখেছে।’

পাক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এদিন ইমরান খান বলেন, ‘ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোয়াড জোটের অন্যতম সদস্য। কিন্তু তবুও ভারত নিজেকে নিরপেক্ষ বলে। নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া থেকে তেল আমদানি করছে ভারত। কারণ ভারতের বিদেশ নীতি সেদেশের জনগণের জন্য।’ উল্লেখ্য, ইমরানের গলায় ভারত স্তুতি এই প্রথম নয়। এর আগে জানুয়ারিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান আইটি সেক্টরে উন্নতির জন্য ভারতের প্রশংসা করেছিলেন। প্রসঙ্গত, পাক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ইমরান খানের নিজের দলের বহু আইন প্রণেতা অনাস্থা প্রস্তাবে তাঁর বিরুদ্ধে ভোট দিতে চলেছে। এদিন নিজের বক্তব্যে সেই সব ‘বিক্ষুব্ধ’ নেতাদের উদ্দেশে ইমরান খান আহ্বান জানান যাতে তারা দলে ফিরে আসেন। তিনি হুঁশিয়ারি দেন, তা না হলে তাঁদের হয়ত সামাজিক বয়কটের মধ্যে থাকতে হতে পারে।

এদিকে পাকিস্তানের সেনাও ইমরান খানের গদি বাঁচানোর জন্য কোনও ‘সাহায্য’ করবে না বলে জানা দিয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের রাজনীতিতে সেনার একটা বড় ভূমিকা থেকেছে চিরকাল। পাকিস্তানে পারভেজ মুশারফ থেকে ইয়াহিয়া খান দেশের প্রেসিডেন্ট হয়েছেন। বহু ক্ষেত্রেই পাক সেনার কথাই সেদেশে শেষ কথা হয়। তবে এহেন সেনাও এবার ইমরান খানের সঙ্গ ত্যাগ করেছেন। তাও গতকাল ইমরান খান পাক সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে জানা গিয়েছে। তবে সেই বৈঠকে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, আইএসআই-এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল নাভেদ আঞ্জুম ইমরান খানকে ‘পরামর্শ’ দিয়েছেন যাতে ওআইসি সম্মেলনের পর তিনি পদত্যাগ করেন। এই আবহে ইমরান খানের গলায় ভারত স্তুতি বেশ অবাক করা।

আরও পড়ুন : Bangladesh News: স্বামী বিদেশ যাবেন বলে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ পেলেন না স্ত্রী