AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

America: আমেরিকায় মুখ পুড়ল পাকিস্তানের, ‘জঘন্য’ জঙ্গি সংগঠনকে নির্মূল করতে কড়া বার্তা মার্কিন কংগ্রেস সদস্যের

America: সন্ত্রাসবাদ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে গিয়েছে পাকিস্তানের প্রতিনিধি দল। আর সেই প্রতিনিধি দলকেই শুনতে হল পাকিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা। পাকিস্তানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এক্স হ্যান্ডলে শেরম্যান লেখেন, "সন্ত্রাসবাদ মোকাবিলায় গুরুত্ব দেওয়ার জন্য পাকিস্তানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে।"

America: আমেরিকায় মুখ পুড়ল পাকিস্তানের, 'জঘন্য' জঙ্গি সংগঠনকে নির্মূল করতে কড়া বার্তা মার্কিন কংগ্রেস সদস্যের
সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তানকে কড়া বার্তা মার্কিন কংগ্রেস সদস্যেরImage Credit source: X handle
Follow Us:
| Updated on: Jun 07, 2025 | 10:53 AM

ওয়াশিংটন: অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের পদক্ষেপের কথা বিশ্বের দেশগুলি মনোযোগ দিয়ে শুনছে। ভারতের পদক্ষেপকে সমর্থন করছে। তখন বিশ্বের দরবারে প্রতিনিধি দল পাঠিয়ে মুখ পুড়ছে পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে বলতে গিয়ে এবার আমেরিকার কাছে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা শুনতে হল। পাকিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য পাকিস্তানের প্রতিনিধি দলকে বার্তা দিলেন মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান। ‘জঘন্য’ এই জঙ্গি সংগঠনকে নির্মূল করতে সবরকম পদক্ষেপের কথা বললেন। একইসঙ্গে পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পাক প্রতিনিধি দলকে বার্তা দিলেন মার্কিন কংগ্রেসের এই সদস্য।

সন্ত্রাসবাদ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে কয়েকটি দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তান। যখন শশী থারুরের নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল ওয়াশিংটনে রয়েছেন, প্রায় একই সময় পাকিস্তানের প্রতিনিধি দলও আমেরিকায় পৌঁছয়। বিলাবল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তানের প্রতিনিধি দল বৃহস্পতিবার ওয়াশিংটনে ব্র্যাড শেরম্যানের সঙ্গে বৈঠক করেন। আর সেই বৈঠকেই মুখ পুড়ল পাকিস্তানের।

সন্ত্রাসবাদ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে গিয়েছে পাকিস্তানের প্রতিনিধি দল। আর সেই প্রতিনিধি দলকেই শুনতে হল পাকিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা। পাকিস্তানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এক্স হ্যান্ডলে শেরম্যান লেখেন, “সন্ত্রাসবাদ মোকাবিলায় গুরুত্ব দেওয়ার জন্য পাকিস্তানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে পদক্ষেপের কথা বলা হয়েছে।”

২০০২ সালে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্লকে হত্যা করেছিল জইশ-ই-মহম্মদ। শেরম্যান জানান, পার্লের পরিবার এখনও তাঁর জেলায় বসবাস করেন। জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানিয়ে মার্কিন কংগ্রেসের এই সদস্য বলেন, “জঘন্য এই গোষ্ঠীকে নির্মূল করতে যা করণীয়, তা করা উচিত পাকিস্তানের।”

পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও বিলাবলদের বার্তা দেন শেরম্যান। একইসঙ্গে ওসামা বিন লাদেনকে ধরতে সাহায্যকারী ডক্টর শাকিল আফ্রিদিকেও জেল থেকে মুক্তি দিতে পাকিস্তানের প্রতিনিধি দলকে আবেদন জানান মার্কিন কংগ্রেসের এই সদস্য। ২০১১ সালের মে মাসে পাকিস্তানে ঢুকে লাদেনকে খতম করেছিল আমেরিকা। লাদেনের পরিবারের ডিএনএ নমুনা যাতে আমেরিকা সংগ্রহ করতে পারে, সেজন্য খাইবার পাখতুনখোয়ায় একটি পোলিও ভ্যাকসিন কর্মসূচি নিয়েছিলেন পাকিস্তানের চিকিৎসক শাকিল আফ্রিদি। এরপর ২০১১-র মে মাসে লাদেনকে অ্যাবোটাবাদে ঢুকে মারে আমেরিকা। ২০১২ সালের পাকিস্তানের একটি আদালত শাকিলকে ৩৩ বছরের কারাদণ্ড দেয়। এবার তাঁকে জেল থেকে ছাড়তে পাকিস্তানের প্রতিনিধি দলকে অনুরোধ জানালেন শেরম্যান।