ইসলামাবাদ: বিয়ের অনুষ্ঠান না ডব্লুডব্লুই-র কুস্তির রিং, বোঝার উপায় নেই। চেয়ার ছোড়াছুড়ি, লাঠির বাড়ি, কিল, চড়, ঘুষি – কী নেই! আর এই তুমুল হাঙ্গামার সূত্রপাত একজনের মাথা থেকে টুপি ফেলে দেওয়া নিয়ে। এমনকি, পুরুষ-মহিলাদের মধ্যের পর্দাও সরে গেল এই ঝামেলার জেরে। উদ্ভট ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৪ অগস্ট), পাকিস্তানের এক বিয়েবাড়িতে। বলাই বাহুল্য, এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ছয় মিনিটের ভিডিয়োটির শুরুটা কিন্তু ছিল অন্যরকম। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আলাদা আলাদা টেবিলে বসে ভোজ খাচ্ছেন। পুরুষ এবং মহিলাদের আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। মাঝে রয়েছে একটি সাদা কাপড়ের পর্দা। এরপরই ভিডিয়োতে দেখা যায়, এক ব্যক্তি একটি টেবিলের কাছে এসে অপর এক অতিথির মাথার ফেজ টুপি হাতের ধাক্কায় ফেলে দিচ্ছেন। এই নিয়েই ওই দুই ব্যক্তির মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যে পুরো বিয়েবাড়ি হিংসাত্মক লড়াইয়ের আখড়ায় পরিণত হয়। ওই দুই ব্যক্তি একে অপরকে আঘাত করা শুরু করেন। এরপরই, আরও বেশ কয়েকজন পুরুষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরপর, দেখা যায় চেয়ার তুলে পুরুষরা একে অপরকে আঘাত করছেন। লাঠি, হকিস্টিকের মতো ‘অস্ত্র’ও দেখা গিয়েছে।
Kalesh during marriage ceremony in pakistan over mamu didn’t got Mutton pieces in biriyani pic.twitter.com/mYrIMbIVVx
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 29, 2023
এই মারামারির মধ্যে ছিঁড়ে যায় পুরুষ-মহিলাদের মধ্যে থাকা সাদা পর্দাও। এতক্ষণ পর্দার ওই পাশ থেকে বিবাদের আওয়াজে অবাক হচ্ছিলেন মহিলারা। এবার মারামারি এসে পড়ে তাঁদের অংশেও। বেশ কয়েকজন মহিলাকে দেখা যায়, এই ঝামেলা থামানোর চেষ্টা করতে। কিন্তু, তাদের সেই প্রচেষ্টা ব্যর্থই হয়।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করার পর থেকে মন্তব্যের বন্যা বইছে। একজন বলেছেন, পর্যাপ্ত পরিমাণে মাংসের টুকরো না পাওয়াতেই এই বিবাদ শুরু হয়েছে। কেউ প্রশ্ন তুলেছেন, বাটার চিকেন টা কি খেতে ভাল হয়নি? আরেকজন মন্তব্য করেছেন, মহিলাদের আলাদা বসানোতেই অসন্তুষ্ট ছিলেন পুরুষরা। তাঁর মতে, সেই কারণেই মারামারি শুরুর পর, সকল পুরুষই সাদা পর্দা ছিঁড়ে মহিলাদের বসার অংশে চলে গিয়েছিলেন। নেটিজেনদের কেউ কেউ বর-বউয়ের জন্য সমবেদনাও প্রকাশ করেছেন। তাঁদের জীবনের অন্যতম স্মরণীয় দিন যে এভাবে স্মরণীয় হয়ে উঠবে, তাঁরা কল্পনাও করেননি।