China missile test: আমেরিকাকে চ্যালেঞ্জ করে ময়দানে চিন! ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর বাড়ছে জল্পনা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 03, 2022 | 10:41 PM

China missile test: ওয়াই-জে ২১ নামে ওই মিসাইল পরীক্ষা করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

China missile test: আমেরিকাকে চ্যালেঞ্জ করে ময়দানে চিন! ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর বাড়ছে জল্পনা
রুশ সেনাকে সাহায্য করছে চিন?

Follow Us

বেজিং : চিনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই, সেই রহস্যময় অস্ত্র পরীক্ষা করা হয়েছে বলে জনা যাচ্ছে। আমেরিকা-সহ অন্যান্য দেশগুলি এমনটাই সন্দেহ করেছে। গত ১৯ এপ্রিল একটি ভিডিয়ো সামনে আসে। চিন সেনাই সামনে আনে সেই ভিডিয়ো। আর তাতে দেখা যাচ্ছে একটি রহস্যময় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বেজিং।

মনে করা হচ্ছে রহস্যময় এই অস্ত্র আসলে ওয়াই জে ২১ নামে একটি ক্ষেপণাস্ত্র। এটি একটি নতুন অ্যান্টি-শিপ ব্যালিস্টিক মিসাইল। এই অনুমান যদি সত্য়ি হয়, তাহলে চিনই হবে বিশ্বের প্রথম দেশ, যারা এই অস্ত্রের অধিকারী হবে। উওক্সি নামের এক রণতরী থেকে এই ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়েছে। সফল উৎক্ষেপণ হয়েছে বলেই জানিয়েছে চিন।

দেড় হাজার কিমি দূরের থাকলেও নিশানায় আঘাত করতে পারে এই ক্ষেপণাস্ত্র। ২০২০ সালেই আমেরিকার প্রতিরক্ষা বিভাগের তরফ থেকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছিল। চিন এই ধরনের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে পারে বলে অনুমান করা হয়েছিল। শেষ পর্যন্ত সেটাই সত্য়ি হল।

কয়েকদিন আগেই এক বিশেষজ্ঞ জনাথন ডি টি ওয়ার্ড দাবি করেছিলেন, আমেকিকার আধিপত্য শেষ করতে চায় চিন। আর তার প্রস্তুতিও নিচ্ছে। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি। আর এই পরিকল্পনা সফল করতে রাশিয়াকে পাশে চাইছে বেজিং, এমনটাও দাবি করা হয়। প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধেও লড়াইয়ে নামতে পারে তারা। আর এবার এরই মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল চিন।

 

Next Article