AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pentagon Pizza Theory: পেন্টাগনের আশেপাশের পিৎজার দোকানে বিক্রি বাড়লেই কিছু না কিছু ঘটে বিশ্ব রাজনীতিতে! কিন্তু কেন?

World Politics: পেন্টাগনের আশেপাশে হঠাৎই পিৎজার বিক্রি বেড়ে গেলেই বিশেষজ্ঞরা আঁচ করতে পারেন কিছু একটা হতে চলেছে। আর যার আঁচে পুড়বে বিশ্ব রাজনীতি।

Pentagon Pizza Theory: পেন্টাগনের আশেপাশের পিৎজার দোকানে বিক্রি বাড়লেই কিছু না কিছু ঘটে বিশ্ব রাজনীতিতে! কিন্তু কেন?
Image Credit: Getty Images
| Updated on: Jun 22, 2025 | 1:30 PM
Share

কখনও শুনেছেন পিৎজা বিক্রি দেখে বলে দেওয়া যায় আগামীতে কিছু একটা বড়সড় ঘটতে চলেছে? এটাকে বলা হয় পেন্টাগন পিৎজা ইনডেক্স। পেন্টাগনের আশেপাশে হঠাৎই পিৎজার বিক্রি বেড়ে গেলেই বিশেষজ্ঞরা আঁচ করতে পারেন কিছু একটা হতে চলেছে। আর যার আঁচে পুড়বে বিশ্ব রাজনীতি।

এই থিয়োরি আর পাঁচটা থিয়োরির মতো নয়। এর সারবত্তা যথেষ্টই আছে। বলছে ইতিহাস। যেমন ধরা যাক ইজরায়েলের ইরান আক্রমণের ঠিক আগেই পেন্টাগনের আশেপাশের ৪টে পিৎজা আউটলেটে পিৎজার অর্ডারে একটা দারুণ গ্রোথ দেখা যায়।

আর এখানেই প্রশ্নটা আরও স্পষ্ট হয়ে যায়, এটা কি শুধুমাত্র কাকতালীয়ো ব্যাপার? নাকি এর পিছনে কোনও মিলিটারি প্যাটার্ন রয়েছে? আর এখানেই আসে ‘পেন্টাগন পিৎজা ইনডেক্স’ থিয়োরি। এই থিয়োরি বলছে, যখনই কোনও বড় মিলিটারি অপারেশনের পরিকল্পনা করে পেন্টাগন, তখনই পেন্টাগনের আশেপাশের পিৎজার দোকানে বিক্রির ক্ষেত্রে একটা দারুণ গ্রোথ দেখা যায়।

এমন কেন হয়? বিশেষজ্ঞরা বলছেন, এমন সময় পেন্টাগনে দেশের সেনাবাহিনীর বড় মাথারা জড়ো হন। সেখানে টানা মিটিং চলতে থাকে। আর এমন অবস্থায় খিদে পেলে সামনের দোকান থেকে পিৎজা অর্ডার দেওয়া সবচেয়ে সহজ। আর তাইই করেন তাঁরা।

পেন্টাগন পিৎজা রিপোর্ট বলে একটি এক্স হ্যান্ডেল গুগল ম্যাপকে ট্র্যাক করে এই রিপোর্ট বানায়। তবে এই থিয়োরি মোটেও নতুন নয়। ঠান্ডা যুদ্ধের সময়ও সোভিয়েত গুপ্তচররা এই পিৎজার দোকানের বিক্রি থেকে আঁচ করতেন যে আগামীতে কিছু হতে চলেছে। এই একই ঘটনা ঘটেছিল যখন সাদ্দাম হোসেন কুয়েতে হামলা করতে যাচ্ছিলেন তখনও। উপসাগরীয় যুদ্ধের সময়ও পিৎজার এই প্যাটার্ন দেখা গিয়েছিল।