Bangla News World People of afganistan deprived from listing to music of their choice
তালিবানি ‘গান’-এর ভয়ে কাবুলে বন্ধ রবীন্দ্রসঙ্গীত, প্রিয় নেহা কক্করও যেন আলোকবর্ষ দূরে
সোমবার কাবুল বাজারে কিশোরকে তালিবান আটক করার ঘটনার পর থেকে সব বন্ধ। ভয়ে সিঁটিয়ে রয়েছেন তিনি। মুছে ফেলতে বাধ্য হয়েছেন রবীন্দ্রসঙ্গীত।