নিউইয়র্ক: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। তাঁর মুক্তির দাবিতে পথে নেমেছেন বাংলাদেশের হিন্দু-সহ সংখ্যালঘুরা। সন্ন্যাসী চিন্ময় দাসের মুক্তির দাবি উঠেছে নিউইয়র্কেও। কনকনে ঠান্ডা উপেক্ষা করে পথে নেমেছেন সাধারণ মানুষ। বাংলাদেশের বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন।
সোশ্যাল মিডিয়ায় তসলিমা লিখেছেন, “চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্রচণ্ড ঠান্ডায় নিউইয়র্কের টাইম স্কোয়ারে জড়ো হয়েছেন মানুষ। বাংলাদেশে জিহাদি উত্থান বন্ধ হোক, সাম্প্রদায়িকতা বন্ধ হোক, হিন্দুবিদ্বেষ বন্ধ হোক।” টাইমস স্কোয়ারে জমায়েতের কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে রয়েছে বহু মানুষ। পরনে শীতের পোশাক। ঠান্ডাকে উপেক্ষা করেই চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে সরব তাঁরা।
এর আগে বাংলাদেশে ভারতের পতাকাকে অবমাননার ছবি সামনে আসার পর গর্জে উঠেছিলেন তসলিমা। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “যে মস্তিস্কে ঘৃণা থিকথিক করে, সে মস্তিস্ক অসুস্থ মস্তিস্ক। দুঃখ এই, বাংলাদেশ নামের দেশটি অসুস্থ অশিক্ষিত অপ্রকৃতিস্থ লোকের দেশ হয়ে উঠছে।”
রাষ্ট্রদ্রোহের অভিযোগে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করার পর থেকে উত্তপ্ত পদ্মাপারের দেশ। এমনকি, চিন্ময়কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাওয়ায় আরও এক সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। জেলবন্দি চিন্ময়কৃষ্ণকে ওষুধ দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন ২ জন। সোমবার চট্টগ্রাম আদালতে চিন্ময় দাসের জামিনের আবেদনের শুনানির সম্ভাবনা। তার আগে সুদূর আমেরিকায় ঠান্ডা উপেক্ষা করে চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ।
এদিকে, বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইউনুস সরকারকে বারবার কড়া বার্তা দিয়েছে ভারত। তারপরও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনও হেলদোল নেই।