Nepal Plane Crash VIDEO: রানওয়ে থেকে পিছলে গেল চাকা, কাঠমাণ্ডুতে ১৯ যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 24, 2024 | 12:53 PM

Nepal Plane Crash: বুধবার নেপালের কাঠমাণ্ডুতে ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, বিমানে মোট ১৯ জন যাত্রী ছিলেন। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

Nepal Plane Crash VIDEO: রানওয়ে থেকে পিছলে গেল চাকা, কাঠমাণ্ডুতে ১৯ যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান
ভেঙে পড়ে বিমানটি।
Image Credit source: Twitter

Follow Us

কাঠমাণ্ডু: টেক অফের সময়ই বিপত্তি। যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান। বুধবার নেপালের কাঠমাণ্ডুতে ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, বিমানে মোট ১৯ জন যাত্রী ছিলেন। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ।

জানা গিয়েছে, কাঠমাণ্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি। ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময়ই মুখ থুবড়ে ভেঙে পড়ে বিমানটি। মোট ১৯ জন যাত্রী ছিল বিমানে। দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ৫ জন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বিমানটির একাধিক ভিডিয়ো সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে বিমানটি। কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। বিমানটি শৌর্য্য এয়ারলাইন্সের ছিল বলে জানা গিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রানওয়ে থেকে স্কিড করে গিয়েছিল বিমানের চাকা। টেক অফের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।

কাঠমাণ্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র দিনেশ রাজ ময়নালি জানিয়েছেন, আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

 

Next Article