জেরুজালেম: বৃহস্পতিবার, তৃতীয়বারের মতো ইজ়রায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। এদিন সংসদে নতুন সরকার অনুমোদন পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই শপথ নেন তিনি। ১২০ জনের ইজ়রায়েলি সংসদে ৬৩ জনের ভোট পেয়েছে তাঁর সরকার। অতি-রক্ষণশীল দল এবং অতি-ডানপন্থী দলগুলির সঙ্গে এক বিশেষ চুক্তি স্বাক্ষর করে নেতানিয়াহু এবং তাঁর দল এই সরকার গঠন করল। এই সরকাররে ইজ়রায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী সরকার বলা হচ্ছে। এদিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই, তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিব্রু ভাষায় টুইট করে তিনি বলেন, “সরকার গঠনের জন্য বেঞ্জামিন নেতানিয়াহুকে আন্তরিক অভিনন্দন। আমাদের কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।”
ברכות לבביות ל@netanyahu לרגל הקמת הממשלה. מצפה לעבוד יחדיו ולחזק את השותפות האסטרטגית שלנו.
— Narendra Modi (@narendramodi) December 29, 2022
বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রধানমন্ত্রী মোদী ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভাল। এই সম্পর্কের রসায়ন প্রকাশ্যে বারবার ধরা পড়েছে। যখনই দুই নেতার দেখা হয়েছে, পরস্পরকে আলিঙ্গনে আবদ্ধ হতে দেখা গিয়েছে। গত মাসের শুরুতে নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর জয়ের পরই ইজরায়েলের ভাবি প্রধানমন্ত্রীকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিব্রু ভাষায় টুইট করেছিলেন, “ভারত ও ইজ়রায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে যৌথ উদ্যোগের বিষয়ে আমি আশাবাদী।”
ইজ়রায়েলের সর্বশেষ সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩১টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের দল ইয়েশ আতিদ জয়ী হয়েছে ২৪টি আসনে। নেতানিয়াহুর শরিক দল রিলিজিয়াস জায়নিজম পার্টি ১৪টি, ন্যাশনাল ইউনিটি পার্টি ১২টি, শাস দল ১১টি এবং ইউনাইটেড তোরাহ জুডাইজম দল ৮টি আসন পেয়েছে। নেতানিয়াহুর অতি-ডানপন্থী জোট মোট ৬৪টি আসন জিতেছে।
২০১৯ সালে এই বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধেই ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছিল। প্রধানমন্ত্রীর পদ থেকে সরতে বাধ্য হয়েছিলেন তিনি। তারপর থেকে গত ৪ বছরে ইজরায়েলে পাঁচটি নির্বাচন হয়েছে। ইয়ার ল্যাপিড সরকারও গঠন করেছিলেন। কিন্তু, তা বেশিদিন টেকেনি। ফের মসনদে ফিরলেন সেই নেতানিয়াহু। সকল ডানপন্থী দলগুলিকে একত্রিত করেই বাজিমাত করেলন তিনি। তবে, এখন তাঁকে সব ক্ষেত্রেই নির্ভর করতে হবে অতি-ডানপন্থী রিলিজিয়াস জা়য়োনিজ়ম পার্টির উপরে। এই দলের কর্মকাণ্ড অনেক ক্ষেত্রেই নেতানিয়াহুকে অস্বস্তিতে ফেলতে পারে।